তাসকিনকে যা যা বললেন প্রধানমন্ত্রী

তাসকিন হাসিনা
Vinkmag ad

প্রথমবারের মতো জাতীয় কোনো পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত পেসার তাসকিন আহমেদ। পুরস্কার গ্রহণ করতে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। পুরো দলকে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়ে তাসকিন প্রধানমন্ত্রী বললেন, ভালো মতে খেলো।

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেলেন তাসকিন আহমেদ।  এই পুরস্কার তাসকিনকে ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে আরো ভালো করতে উৎসাহ যোগাবে। তাসকিনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর গণমাধ্যমের সামনে এসে তাসকিন বললেন শোনালেন তার রোমাঞ্চকর অনুভূতির গল্প,

‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রিকেটের এক পরম বন্ধু, পেসার তাসকিনকে এদিন সামনে পেয়ে খোঁজ খবর নিলেন তার খেলার। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দলকে জানিয়ে দিলেন শুভকামনা।

পুরস্কার দেওয়ার সময় তাসকিনকে যা বললেন প্রধানমন্ত্রী,

‘আসলে জিজ্ঞেস করছিল যে সামনে কি কি খেলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে সবার জন্য শুভ কামনা ভালো মতো খেলো।’

৯৭ প্রতিবেদক

Read Previous

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেলেন তাসকিন, আতহার

Read Next

বিসিবির চাওয়াতে কাতার যাচ্ছেন সাইফউদ্দিন

Total
0
Share