শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেলেন তাসকিন, আতহার

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেলেন তাসকিন, আতহার
Vinkmag ad

শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামাল স্পোর্টস কাউন্সিল অ্যাওয়ার্ড- ২০২৩ এর বিজয়ী খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কার বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ১০ জন ক্রিড়া-ব্যক্তিত্ব এবং ২ টি সংস্থা। ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান পুরস্কার লাভ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ছিলেন শেখ কামাল। শেখ কামাল বেশ ক্রীড়া অনুরাগী ব্যক্তি ছিলনে৷ খেলাধুলা করতে এবং খেলাধুলার পৃষ্ঠপোষকতায় তাঁর ভূমিকা ছিল শেখ পরিবারের মধ্যে সবচেয়ে বেশি।

শেখ কামালের জন্মদিন উপলক্ষে ২০২১ সাল থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন হয়ে থাকে। আজ ছিল তাঁর ৭৪ তম জন্মবার্ষিকী, সে উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ৮ টি বিভাগে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার গ্রহণ করেন।

সেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। এছাড়াও নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম একই বিভাগে পুরস্কার জিতেছেন।

ক্রীড়া ধারাভাষ্যকার বিভাগে পুরস্কার জিতেছেন জনপ্রিয় মুখ আতহার আলী খান। বাংলাদেশ ক্রিকেটে আতহার আলী নিজের কণ্ঠ দিয়ে আসছেন বহুদিন থেকে। সেই স্বীকৃতি-স্বরুপ তিনি এই পুরস্কার লাভ করলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজন হয়ে থাকে। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লক্ষ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।

৯৭ প্রতিবেদক

Read Previous

ভারতের বিরুদ্ধে খেলতে আয়ারল্যান্ডের শক্তিশালী স্কোয়াড

Read Next

তাসকিনকে যা যা বললেন প্রধানমন্ত্রী

Total
0
Share