লিটনের দল সারে পৌঁছে গেল ফাইনালে

লিটনের দল সারে পৌঁছে গেল ফাইনালে
Vinkmag ad

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে লিটন দাসের দল সারে জাগুয়ার্সের দাপট। গতরাতে সারে পৌঁছে গেল ফাইনালের মঞ্চে। প্র‍থম কোয়ালিফায়ারে তারা ভ্যানকুভার নাইটসকে হারিয়েছে ৩৮ রানের ব্যবধানে। লিটন দাস অবশ্য পাননি ১৬ রানের বেশি, তবুও জিতেছে তার দল।

ব্রাম্পটনের সিএএ সেন্টারে টুর্নামেন্টের প্র‍থম কোয়ালিফায়ারে আগে ব্যাট করে ভ্যানকুভার নাইটসকে ১৪০ রানের টার্গেট ছুড়ে দেয় সারে জাগুয়ার্স। লক্ষ্য তাড়ায় নেমে ১৬.৪ ওভারে স্কোরবোর্ডে ১০১ রান উঠতে গুটিয়ে যায় ভ্যানকুভার। আর তাতেই নতুন দল সারে নিশ্চিত করেছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ফাইনাল।

টস হেরে আগে ব্যাট করতে নামে সারে ৯ উইকেটে ১৩৯ রান করে। ব্যাটিংয়ে শুরু থেকে দাপট দেখাচ্ছিল সারে । পাওয়ার প্লেতে ৪৫ রান সংগ্রহ করে। কিন্তু তারপরই খেই হারিয়ে ফেলে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক ইফতিখার আহমেদ। এছাড়া ওপেনার মোহাম্মদ হারিসের ব্যাট থেকে আসে ২০ রান, আয়ান খান করেন ২৯।

তিনে নামা লিটন দাস ভালো শুরুর পরও ইনিংস বড় করতে ব্যর্থ। ১ চার ও ১ ছক্কায় তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১৬ রান।

বল হাতে নাইটসের হয়ে জুনাইদ সিদ্দিকী সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। এছাড়া রুবেন ট্রাম্পেলমেন ও কার্তিক মায়াপ্পান দুটি করে উইকেট নিয়েছেন।

১৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে নাইটস গুটিয়ে যায় মাত্র ১০১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ফাবিয়ান অ্যালেন। নাজিবউল্লাহ জাদরান করেন ১৫ রান। জাগুয়ার্সের হয়ে ম্যাথু ফ্রড ২.৪ ওভার বল ঘুরিয়ে মাত্র ১৬ রান খরচায় ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। সারে জয় পেয়েছে ৩৮ রানে্র। ভ্যানকুভারের ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে ফেরাতে লিটন দাস নিয়েছেন দুর্দান্ত এক ক্যাচ।

৯৭ ডেস্ক

Read Previous

বাবর আজম: সমালোচনা যে অধিনায়কের সঙ্গী

Read Next

ভারতের বিরুদ্ধে খেলতে আয়ারল্যান্ডের শক্তিশালী স্কোয়াড

Total
0
Share