এলপিএলে শীর্ষে সাকিব, হৃদয়

সাকিব হৃদয়
Vinkmag ad

লঙ্কান প্রিমিয়ার লিগে চলছে বাংলাদেশি ক্রিকেটারদের দাপট। ব্যাট হাতে রীতিমতো উড়ছেন তাওহীদ হৃদয়, আর বোলিংয়ে সাকিব আল হাসান। এখন পর্যন্ত ম্যাচ শেষে টুর্নামেন্টের শীর্ষ ব্যাটার বোলার এই দুই টাইগার তারকা।

ডান হাতি ব্যাটার তাওহীদ হৃদয় জাফনা কিংসের হয়ে ম্যাচ খেলে ৬১ গড়ে করেছেন সর্বোচ্চ ১২২ রান। দুই থাকা টিম সেইফার্টের রান১০৬। অপরদিকে বল হাতে সাকিব আল হাসান যৌথভাবে শীর্ষস্থানে। সাকিব ওয়েল্লালাগের ঝুলিতে সমান ৫টি করে উইকেট।

তাওহীদ হৃদয় এলপিএলে নিজের অভিষেক ম্যাচেই হাঁকান ফিফটি। পরের ম্যাচেও পান রানের দেখা। গতরাতে ৪৪ রানের ক্যামিও ইনিংসে দলের জয়ে রাখেন বড় অবদান। আর তাতেই হৃদয় জায়গা করে নেন রান সংগ্রাহকদের শীর্ষস্থান।

হৃদয়ের জাফনা কিংসের কাছে শেষ ম্যাচে উইকেটের হার দেখে সাকিবের গল টাইটান্স। সাকিব ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেওবোলিংয়ে ছিলেন দুর্দান্ত। দুই উইকেটের দুটিই একা তুলে নেন সাকিব। চারিথ আসালাঙ্কাকে বিদায় করেন লেগ বিফোরের ফাঁদে ফেলে।এরপর ভয়ংকর হয়ে উঠা রহমানউল্লাহ গুরবাজকে করেন বোল্ড।

ডাম্বুলার বিরুদ্ধে অভিষেক ম্যাচে ১ উইকেট শিকার করলেও পরের দুই ম্যাচে সাকিবের ঝুলিতে জোড়া উইকেট। ব্যাট হাতে সাকিব শেষ ম্যাচে ব্যর্থ হলেও আগের দুই ইনিংসে পেয়েছেন ২৩ ও ৩০ রান। 

৯৭ ডেস্ক

Read Previous

গ্লেন ম্যাকগ্রার চোখে বিশ্বকাপের ‘বেস্ট ফোর’

Read Next

কেন্দ্রীয় চুক্তিতে ‘বড় ঘোষণা’ পাকিস্তান বোর্ডের

Total
0
Share