গ্লেন ম্যাকগ্রার চোখে বিশ্বকাপের ‘বেস্ট ফোর’

গ্লেন ম্যাকগ্রা
Vinkmag ad

দুই মাসের কাছাকাছি, বিশ্বকাপ শুরু হতে। আলোচনা চলছে দলগুলোর সম্ভাবনা নিয়ে। পাড়া-মহল্লা, আড্ডায় যেমন চলছে, তেমন ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরাও করছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ান সাবেক ‘গ্রেট’ পেসার গ্লেন ম্যাকগ্রা তাঁর ‘বেস্ট ফোর’ দল নির্বাচন করেছেন, যারা কিনা সেমি-ফাইনালে খেলবে বলে, সম্ভাবনা দেখেন তিনি।

ম্যাকগ্রা, যিনি তিন বার বিশ্বকাপ জিতেছেন অস্ট্রেলিয়ার হয়ে। বিশ্বকাপের ইতিহাসে এখনো সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার তিনি। ম্যাকগ্রা’র সেরা চার দলে রয়েছে, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড ও ভারত।

“আপনারা অবশ্যই অবাক হননি যে, সেরা চারে আমি অস্ট্রেলিয়াকে রেখেছি। অবশ্যই ভারত তাঁদের নিজেদের কন্ডিশনে খেলছে। ইংল্যান্ড তো দারুণ ক্রিকেট খেলছে। এবং পাকিস্তানও ভাল করছে। তো এরাই সেরা চার দল।“

ইংল্যান্ড বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দল। অন্যদিকে অস্ট্রেলিয়া ২০১৫ সালের চ্যাম্পিয়ন। ভারত জিতেছিল ২০১১ সালে। অন্যদিকে পাকিস্তান তাঁদের প্রথম এবং একমাত্র বিশ্বকাপ জেতে ১৯৯২ সালে।

ভারতকে স্বাভাবিকভাবে নিজেদের কন্ডিশনে সেরা দল হিসেবে বিবেচনা করতে হবে। এর আসলে বিকল্প নেই। তবে ভারতীয় দলে কিছু এলোমেলো ভাব লক্ষ করা যাচ্ছে। ম্যানেজমেন্ট অনেক বেশি নতুন খেলোয়াড় দিয়ে ম্যাচ খেলার চেষ্টা করছেন, এছাড়াও আছে বেশ কিছু ইনজুরির সমস্যা। সেই ইনজুরি থেকে খেলোয়াড়রা বিশ্বকাপের আগে ফিরতে পারবেন কি না, তা নিয়ে এখনো নানারকম প্রশ্ন রয়ে গেছে।

ম্যাকগ্রা তাঁর বিশ্বকাপ সেমি-ফাইনাল তালিকায় নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকাকে রাখেননি। নিউজিল্যান্ড গতবারের রানার্স-আপ দল ছিল। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান- এশিয়ার কন্ডিশনে ভালো করার দাবি নিয়েই টুর্নামেন্টে অংশ নিবে- এদের কাউকেও ম্যাকগ্রা’র চার দলে দেখা যায় নি।

আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর।

৯৭ ডেস্ক

Read Previous

ইংল্যান্ডের জার্সি গায়ে আর দেখা যাবে না হেলসকে

Read Next

এলপিএলে শীর্ষে সাকিব, হৃদয়

Total
0
Share