ইংল্যান্ডের জার্সি গায়ে আর দেখা যাবে না হেলসকে

ভারতকে উড়িয়ে দেবার দিনে বাটলার-হেলস জুটিতে যে রেকর্ড
Vinkmag ad

১৫৬টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের জার্সি গায়ে ৫০৬৬ রানের মালিক। ৩১ টি পঞ্চাশ, ৭ সেঞ্চুরির অ্যালেক্স হেলসের অবসর ঘোষণা। হুট করেই আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অ্যালেক্স হেলস। নামের পাশে রেখে গেছেন বেশ কিছু অবিশ্বাস্য স্মৃতিময় ইনিংস।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গন ছেড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করছেন। অ্যালেক্স হেলস তিন বছরের বিরতির পর গত সেপ্টেম্বরে ইংল্যান্ড দলে আশ্চর্যজনকভাবে ফিরে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। অ্যালেক্স হেলস যথারীতি বিশ্বজুড়ে তাঁর টি-টোয়েন্টি শোষণ চালিয়ে যাচ্ছেন। 

২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে অজন্তা মেন্ডিস ও লাসিথ মালিঙ্গার বিপক্ষে তার অনবদ্য শতক হাঁকানো ইনিংস যারা দেখেছে সহজে ভুলবে না। হেলস সেদিন ৬৪ বলে অপরাজিত ১১৬ রান করেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক একটিই সেঞ্চুরি করেছেন হেলস।

এমসিজিতে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয় ছিল হেলসের শেষ আন্তর্জাতিক ম্যাচ। হেলস তার ইংল্যান্ড ক্যারিয়ার শেষ করেছেন ৩৭.৭৯ গড়ে, ২৪১৯ ওডিআই রান নিয়ে, যার মধ্যে ছয়টি সেঞ্চুরি রয়েছে, এবং ইংল্যান্ডের হয়ে ২০০০-এর বেশি টি-টোয়েন্টি রান করা তিনজনের একজন। হেলস সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৯ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বাটলার-হেলস জুটির ঝড়ো ব্যাটিংয়ে উড়ে যায় ভারত। পুরো ১০ উইকেট হাতে রেখে জয় পায় ইংল্যান্ড। অপরাজিত ১৭০ রানের ওপেনিং জুটিতে অ্যালেক্স হেলস ৮৬ রানের ইনিংসে ৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছিলেন ৭টি।

এমন ম্যাচ জেতানো ইনিংসের পর অ্যালেক্স হেলস বলেন, ‘আমি কখনই ভাবিনি যে আমি আবার বিশ্বকাপে খেলব। এই সুযোগ পাওয়াটা একটি বিশেষ অনুভূতি। এটি এমন একটি দেশ যেখানে আমি খেলতে ভালোবাসি।’

৯৭ ডেস্ক

Read Previous

জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

Read Next

গ্লেন ম্যাকগ্রার চোখে বিশ্বকাপের ‘বেস্ট ফোর’

Total
0
Share