

টেস্টে তাঁর ব্যাটিং র্যাংক এখনো শীর্ষে। কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক। আইপিএল চলাকালীন সময়ে ইনজুরির কারণে তাঁকে যেতে হয়েছে বেশ ধকলের মধ্যে দিয়ে। করতে হয়েছে সার্জারিও। সম্প্রতি ফিরেছেন নেটে, ব্যাটে বলে খেলছেন- যদিও সবচেয়ে ভালো ছন্দে খেলছেন এমনটি নয়। তবে বেশ আশার খবর কিউই সমর্থকদের জন্য এটাই যে, উইলিয়ামসন ফিরেছেন।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে চলছে নিউজিল্যান্ড দলের ট্রেনিং ক্যাম্প। সেখানে মাঠের পাশে দাঁড়িয়ে, এক ভিডিও বার্তা দিয়েছেন উইলিয়ামসন। তিনি সেখানে বলেন, “ছেলেদের দেখতে দারুণ লাগছে এবং কিছু নতুন মুখদের দেখছি। টিম ক্যাম্পের দিকে আসা যাক। ঘরের মাঠে এটা পাওয়া সুন্দর, পাশাপাশি মাউন্টে (মঙ্গানুই), এবং ট্রেনিং করা আর একটু সংযুক্ত থাকা।“
উইলিয়ামসন এখনো খেলার জন্য উপযুক্ত হন নি। আন্তর্জাতিক পারফর্ম করার জন্য যেমন প্রয়োজন তেমনটি এখনো হয়নি বলেই কিউই কোচ গ্যারি স্টেড নিশ্চিত করেছেন।
‘বাইকে থাকতে ভাল লাগছে, ফিটনেস করছি বাইক নিয়ে, উন্নতিটা হচ্ছে একদম নিচের স্তর থেকে। ব্যাপারগুলো আস্তে আস্তে আসলেই ঠিক হচ্ছে। হ্যাঁ এখনো কিছু কাজ করা বাকি আছে, তো পরিশ্রম চালিয়ে যেতে হবে আসলে।’ বলেন উইলিয়ামসন।
আগস্টের ১ তারিখ নিউজিল্যান্ড অধিনায়ক একটি ছোট ভিডিও পোস্ট করেন ইন্সটাগ্রামে। যেখানে তিনি ব্যাট করছিলেন। ক্যাপশনে লিখেন,
‘ব্যাট হাতে নেটে ফিরে এসে ভাল লাগছে, পাশাপাশি হাতে কিছু বল ছুঁড়েও।’
উইলিয়ামসন এখনো টেস্টের ১ নং ব্যাটসম্যান। কোন টেস্ট ম্যাচ খেলছেননা ২০২৩ সালের মার্চ থেকে। এবছর গুজরাটের হয়ে আইপিএল খেলতে প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন এই ব্যাটার। এরপর থেকে আর কোন ক্রিকেটের সাথেই তিনি নেই। তখন জানানো হয়, উইলিয়ামসন এবার ওয়ানডে বিশ্বকাপও মিস করতে যাচ্ছেন।
এপ্রিলে সার্জারি শেষে তিনি ফিরলে, দলের সাথে মেন্টর হিসেবে যেতে পারেন বলে আশা করা হচ্ছিল সেসময়। তবে জুনে জানানো হয়, উইলিয়ামসন খেলোয়াড় হিসেবে দল থেকে এখনই বাইরে যাচ্ছেন না। আসন্ন বিশ্বকাপের আগে যদি পরিপূর্ণ সুস্থ হতে পারেন, তবে বিশ্বকাপের মাঠেও তাঁকে দেখা যেতে পারে।