ভাগ্য বদলাতে ফাফ-কোহলিদের দায়িত্ব নিলেন ফ্লাওয়ার

অ্যান্ডি ফ্লাওয়ার
Vinkmag ad

কিংবদন্তী ক্রিকেটার ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আগামী তিন বছরের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। গেল আসরের ব্যর্থতার দায়ে ক্রিকেট অপারেশনস ডিরেক্টর মাইক হেসন এবং হেড কোচ সঞ্জয় বাঙ্গারের চুক্তি নবায়ন করা হয়নি।

জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম তারকা ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। খেলা ছাড়ার পর থেকে তিনি এখন একজন সফল কোচ। বিশ্বের বিভিন্ন দেশ হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সবক্ষেত্রেই তাঁর কোচিংয়ের মধ্যে দিয়ে মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আইপিএল, পিএসএল কিংবা সিপিএল তার রাজত্ব চলেছে সর্বত্র। সবশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে অস্ট্রেলিয়া দলের পরামর্শ দাতা হিসেবে কাজ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ। এবার সেই অ্যান্ডি ফ্লাওয়ার যুক্ত হলেন কোহলিদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে। 

অ্যান্ডি ফ্লাওয়ারকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান কোচ নিযুক্ত করা হয়েছে কারণ ফ্র্যাঞ্চাইজিটি তাদের হতাশাজনক আইপিএল ২০২৩কে উল্টে দিতে চায়, যেখানে তারা শেষ চারটি মৌসুমে প্রথমবারের মতো প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছিল। ফ্লাওয়ার শুরুতে তিন বছরের মেয়াদে এসেছে।

আরসিবিতে অ্যান্ডি ফ্লাওয়ার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সাথে পুনরায় মিলিত হবেন, যার সাথে তিনি সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন।

ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেট অপারেশন্সের একজন নতুন পরিচালক নিয়োগ করতে চলেছে যিনি মাইক হেসনের স্থলাভিষিক্ত হবেন। এটি “আগামী কয়েক মাসের মধ্যে” হতে পারে, আরসিবি সহ-সভাপতি রাজেশ মেনন বলেছেন।

শেষবার আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর প্রশিক্ষণে লখনৌ ফাইনালে উঠেছিল। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করেছেন ৫৫ বছর বয়সী ফ্লাওয়ার। তার কোচিংয়েই ইংল্যান্ড জিতেছিল ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি।

৯৭ ডেস্ক

Read Previous

তামিমের ফেলে যাওয়া ‘হট চেয়ারে’ বসছেন তাহলে কে?

Read Next

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন জ্ঞানেন্দ্র মাল্লা

Total
0
Share