

গত রাতে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠকে নিজের সিদ্ধান্তের কথা জানান তামিম। তামিমের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন পাপন, তবুও বিসিবি সভাপতিকে খোঁজতে হচ্ছে নতুন অধিনায়ক। কে হচ্ছেন? বিসিবির শর্ট লিস্টে কারা আছেন? কোনো কিছুরই ইঙ্গিত না দিয়ে নাজমুল হাসান জানালেন, চার-পাঁচ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে কার নেতৃত্বে বিশ্বকাপ ও এশিয়া কাপে খেলবে বাংলাদেশ
বৃহস্পতিবার রাতে নাজমুল হাসান পাপনের বাসভবনে এক রুদ্ধধার বৈঠক শেষ করে গণমাধ্যমের সামনে কথা বলতে আসেন বোর্ড সভাপতি, তামিম ইকবাল ও বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। এসেই প্রথমে তামিম জানিয়ে দিলেন তার নেওয়া সিদ্ধান্তের কথা, তিনি ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আর থাকতে চান না। ইনজুরির কারণে এশিয়া কাপ খেলবেন না। খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে।
এরপর জালাল ইউনুস তামিমের ইনজুরির আপডেট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তামিমের ফেরার সম্ভাব্য সময় জানান জালাল ইউনুস। বিসিবি সভাপতির কাছে এরপর জানতে চাওয়া হয় নতুন অধিনায়ক কে হচ্ছেন?
‘অধিনায়ক, এটা তো এখনো বলা কঠিন। ও (তামিম) যদি বলত যে ও এশিয়া কাপটা খেলছে না, তাহলে আমাদের অবশ্যই একজন তো আছেই লিটন দাস- ওই হত। কিন্তু এটা তো হচ্ছে না। ও যে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে এটা আমি আজই জানলাম, আমার বাসায় আসার পর। তো এটা এখনও বলা যাচ্ছে না, এটা দু’একজনের সঙ্গে কথা না বলে বলতে পারছি না।’
এদিনই কিছু চূড়ান্ত করে না বলতে পারলেও পাপন জানিয়ে দিলেন, আগামী ৪-৫ দিনের মধ্যেই আসবে নতুন অধিনায়কের নাম,
‘তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হবে। সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা আসর সামনে রেখে ওয়ানডে দলের অধিনায়ক ইস্যুতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চায় বিসিবি। পাপনের মতে, নতুন যে অধিনায়ক হবেন এক থেকে দুই বছরের জন্য থাকবেন, ‘এটা অবশ্যই বড় ধাক্কা। হঠাৎ করে এখন একজন যাকেই আমরা ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করব, সে বিশ্বকাপ পর্যন্ত যাবে। এখন সে এক থেকে দুই বছরের জন্য নতুন অধিনায়কত্ব পাবে। এটার জন্য প্রস্তুতি ছিল না, এখন আমাদের এটা নিয়ে বসতে হবে। আসল জিনিসটা হলো, দলের সবাই অধিনায়ক তামিম-সাকিব-মুশফিক। তবে দল যদি জিতে তাহলে তামিম আফসোস করবে না যে, কেন আমি অধিনায়ক ছিলাম না।’
এর আগেই বেশ কিছু শীর্ষস্থানীয় গণমাধ্যমের সংবাদ, ‘বিশ্বকাপের নেতৃত্বে আগ্রহী নন সাকিব’। তবে বিসিবি প্রেসিডেন্ট জানালেন, অধিনায়কত্ব নিয়ে সাকিবকে তারা কিছুই বলেনি। দাবি উড়িয়ে পাপন বলেন, ‘সাকিবের সঙ্গে এ বিষয়ে তার কোনো কথাই হয়নি।‘