প্রধানমন্ত্রীকে সমস্যা বুঝিয়ে তামিম ছাড়লেন ক্যাপ্টেন্সি, অবাক পাপন

তামিম ইকবাল
Vinkmag ad

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক থেকে পদত্যাগ করলেন তামিম ইকবাল, খেলবেন না এশিয়া কাপ আসর। তবে খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন নিউজিল্যান্ড সিরিজ  বিশ্বকাপে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়ায় অবসর ভেঙে ক্রিকেটে ফেরা তামিম আজ ফোনে বুঝিয়েছেনতার ব্যাপার। প্রধানমন্ত্রী পরিস্থিতি মেনে নিয়ে তামিমকে জানালেন, তাকে অবশ্যই বিশ্বকাপে খেলতে হবে।

এশিয়া কাপ বিশ্বকাপের মতো মেগা আসর সামনে রেখে নিজের ইনজুরি ইস্যুতে তামিম ইকবাল জানালেন তিনি অফিসিয়াল ভাবে আর অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকতে চান না। এখনও পুরোপুরিভাবে ফিট না হওয়ায় খেলবেন না এশিয়া কাপ আসরও। অধিনায়কত্ব ছাড়তে চাওয়া তামিম এর আগে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রধানমন্ত্রীর চাওয়া তামিম যেন বিশ্বকাপে মাঠে থাকে।

নাজমুল হাসান পাপনও অবাক হয়েছেন তামিমের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে। তবে নতুন করে কাকে দেওয়া হচ্ছে অধিনায়কের দায়িত্ব, এখনই জানালেন না।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে রাত ৮টার আগেই এসে পৌঁছান তামিম ইকবাল। এরপর শুরু হয় জরুরি বৈঠক।যেখানে উপস্থিত ছিলেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও।

এরপর গণমাধ্যমের সামনে এসে তামিম ইকবাল প্রথমে বললেন, তিনি অধিনায়ক হিসেবে আর থাকতে চান না। ইনজুরির কারণেএশিয়া কাপ মিস করবেন। খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন নিউজিল্যান্ড সিরিজ বিশ্বকাপে।

বিসিবির চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরী, হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স নিকোলাস লি সঙ্গে ফোন কলের মাধ্যমে আলোচনাসারেন নাজমুল হাসান পাপন জালাল ইউনুস।

৯৭ প্রতিবেদক

Read Previous

এশিয়া কাপে নেই তামিম, ছাড়লেন অধিনায়কত্ব

Read Next

ভারতে ‘বাজবল’ খেলতে কতটা প্রস্তুত ইংল্যান্ড!

Total
0
Share