এশিয়া কাপে নেই তামিম, ছাড়লেন অধিনায়কত্ব

অচেনা মঞ্চে রোমাঞ্চের কমতি নেই তামিমের
Vinkmag ad

অধিনায়ক হিসেবে আর থাকতে চান না তামিম ইকবাল, খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন। তবে ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবেন না। নিউজিল্যান্ড ও বিশ্বকাপের আগে ফিট হলে মাঠে পাওয়া যাবে খেলোয়াড় তামিমকে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে রাত ৮টার আগেই এসে পৌঁছান তামিম ইকবাল। এরপর শুরু হয় জরুরি বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও।

এরপর গণমাধ্যমের সামনে এসে তামিম ইকবাল প্রথমে বললেন, তিনি অধিনায়ক হিসেবে আর থাকতে চান না। ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করবেন। খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে।

এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা আসর সামনে রেখে নিজের ইনজুরি ইস্যুতে তামিম ইকবাল জানালেন তিনি অফিসিয়াল ভাবে আর অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকতে চান না। 

বিসিবির চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরী, হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স নিকোলাস লি’র সঙ্গে ফোন কলের মাধ্যমে আলোচনা সারেন নাজমুল হাসান পাপন ও জালাল ইউনুস।

৯৭ প্রতিবেদক

Read Previous

ইয়ো-ইয়ো টেস্টে শান্ত পেলেন সর্বোচ্চ, সবার ফলাফলেই সন্তুষ্ট নিক লি

Read Next

প্রধানমন্ত্রীকে সমস্যা বুঝিয়ে তামিম ছাড়লেন ক্যাপ্টেন্সি, অবাক পাপন

Total
0
Share