

পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই-প্রোফাইল ক্রিকেট টেকনিক্যাল কমিটির নেতৃত্ব দেবেন মিসবাহ-উল-হক। তার সাথে কাজ করবে আরও দুই কিংবিদন্তি ক্রিকেটার। যারা সামলাবেন পিসিবির একাধিক গুরুত্বপূর্ণ দিক।
পাকিস্তান ক্রিকেট বোর্ড সাবেক পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক (প্রধান), ইনজামাম-উল-হক এবং মোহাম্মদ হাফিজকে নিয়ে একটি হাই-প্রোফাইল ক্রিকেট টেকনিক্যাল কমিটি (সিটিসি) গঠন করেছে। মিসবাহ-উল-হক জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করার প্রায় দুই বছর পর পিসিবিতে ফিরলেন বড় দায়িত্বে।
সিটিসি ক্রিকেট-সম্পর্কিত বিষয়ে সুপারিশ প্রদান করবে, যার মধ্যে সামগ্রিক ঘরোয়া কাঠামো, সময়সূচী, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটি নিয়োগ, জাতীয় দলের কোচ নিয়োগ, কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি। এর বাইরে এবং আম্পায়ার, রেফারি এবং কিউরেটরদের উন্নয়নের পরিকল্পনা।
সিটিসি-এর কাছে অতিরিক্ত ক্রিকেট বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর ক্ষমতা থাকবে এবং নিয়মিতভাবে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির প্রধানকে রিপোর্ট করবে।
পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন জাকা আশরাফ নতুন এই কমিটি প্রসঙ্গে বলেন,
‘আমাদের দেশে ক্রিকেটের উন্নতির জন্য মিসবাহ-উল-হক, ইনজামাম-উল-হক এবং মোহাম্মদ হাফিজকে বোর্ডে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। এই তিন প্রাক্তন অধিনায়ক দুর্দান্ত ক্রিকেট জ্ঞানের অধিকারী এবং আধুনিক দিনের ক্রিকেটের চাহিদা বোঝেন।‘
মিসবাহ-উল-হক – ৫৬ ম্যাচে ২৬ জয় নিয়ে পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তিনি আগস্ট ২০১৬-এ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে এক নম্বর স্থানে নিয়ে যান। ৭৫টি টেস্ট, ১৬২টি ওয়ানডে এবং ৩৯ টি-টোয়েন্টি খেলে এবং যথাক্রমে ৫,২২২, ৫,১২২ এবং ৭৮৮ রান করেন।
মিসবাহর নিয়োগটি পাকিস্তান ক্রিকেট পরিচালনায় নতুন প্রশাসনের প্রথম বড় পদক্ষেপ। জুনের শেষের দিকে তত্ত্বাবধায়ক চেয়ারম্যান হিসেবে নাজাম শেঠির মেয়াদ শেষ হওয়ার পর জাকা আশরাফ গত মাসের শুরুর দিকে পিসিবি-র নতুন ব্যবস্থাপনা কমিটির প্রধান হিসেবে নিযুক্ত হন।