অ্যাশেজ শেষে র‍্যাংকিংয়ে যাদের উন্নতি

ইংল্যান্ড ব্রড
Vinkmag ad

রোমাঞ্চের নানা অলি-গলি পেরিয়ে অ্যাশেজ লড়াই শেষ হয়েছে। আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে এসেছে নানারকম পরিবর্তন। সম্প্রতি প্রকাশিত আইসিসি টেস্ট খেলোয়াড়দের নতুন র‍্যাংক প্রকাশ করেছে। যেখানে জো রুট, স্টিভ স্মিথ, উসমান খাজা, স্টুয়ার্ট ব্রড- সহ অনেকের উন্নতি হয়েছে।

অ্যাশেজে ২-২ সমতা রেখে সিরিজ শেষ হয়েছে। পুরো সিরিজ জুড়ে ভালো খেলেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা নেহাত কম নয়। আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন দুই দলের একাধিক খেলোয়াড়। ইংলিশ ব্যাটার জো রুটের এক ধাপ উন্নতি হয়েছে, ফলে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি। তাঁর সামনে আছেন শুধু নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন, প্রথম অবস্থানে। হ্যারি ব্রুক ২ ধাপ এগিয়ে আছেন, ৯ নম্বরে, যা তাঁর ক্যারিয়ার সেরা র‍্যাংক। পুরো সিরিজে তিনি রান করেছেন ৩৬৩।

জনি বেয়ারস্টো দুই ধাপ এগিয়েছেন, আছেন ১৭ নম্বরে। জ্যাক ক্রলির অ্যাশেজ কেটেছে দারুণ, ৬ ধাপ উন্নতি করে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সাথে আছেন ২৯ নম্বরে। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ, ৩ ধাপ এগিয়ে ৩ নম্বরে আছেন। অন্যদিকে উসমান খাজা ছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। এক ধাপ এগিয়ে আছেন ৭ নম্বরে।

বোলারদের মধ্যে ভারতের রবিচন্দ্রন অশ্বিন এখনো আছেন ১ নম্বরে। অ্যাশেজে অবসর নেওয়া ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড দারুণ উন্নতি করেছেন। পুরো সিরিজে তিনি নিয়েছেন ২২ উইকেট, ইংল্যান্ড বোলারদের মধ্যে সর্বোচ্চ। ৪ ধাপ এগিয়ে ব্রড এখন আছেন ৪ নম্বরে। ইংলিশ বোলার মার্ক উড ও ক্রিস ওকস- দুজনেই কম সুযোগে ভালো করেছেন। উড দুই ধাপ এগিয়ে ২১ নম্বর এবং আট ধাপ এগিয়ে ওকস আছেন ২৩ নম্বরে।

অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ২ ধাপ এগিয়ে যৌথভাবে ১২ নম্বরে আছেন। ২৩ উইকেট নিয়ে অ্যাশেজে সর্বোচ্চ উইকেট-শিকারি ছিলেন স্টার্ক। স্পিনার টড মার্ফি ৯ ধাপ এগিয়ে ৫৭ নম্বর, ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন।

৯৭ ডেস্ক

Read Previous

উইজডেন প্রকাশ করল অ্যাশেজের সেরা একাদশ

Read Next

বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে পাকিস্তান

Total
0
Share