

ডেভিড ওয়ার্নার ওভাল টেস্টের শেষ দিন শুরু করেছিলেন অপরাজিত ৫৮ রানে। অ্যাশেজ শুরুর আগেই ওয়ার্নার জানিয়েছিলেন, বিদায় নিচ্ছেন টেস্ট ক্রিকেট থেকে। সময়টা বেঁধে দিয়েছেন আগামী বছর। জানুয়ারিতে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ওয়ার্নার অবসরে যাবেন ক্রিকেট থেকে। সে হিসেবে ইংল্যান্ডের ওভালে নিজের শেষ ইনিংস খেলে ফেললেন ওয়ার্নার।
স্টুয়ার্ট ব্রড অবসরের ঘোষণা। নিজের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন ওভাল টেস্টের মাধ্যমে। ব্রড-ওয়ার্নারের এক অবিচ্ছেদ্য ‘জুটি’ আছে। টেস্টে ব্রডের বলে ওয়ার্নার উইকেট খুইয়েছেন ১৭ বার। ওভাল টেস্টে অবশ্য ‘পার’ পেয়ে গেছেন। ব্রডের নেওয়া ৪ টি উইকেটে, ওয়ার্নার ছিলেন না। তবে নতুন শুরু করেছেন ক্রিস ওকস। ওভাল টেস্টের দুই ইনিংসেই ওকসের হাতে উইকেট বিলিয়েছেন ওয়ার্নার৷ এই নতুন যুদ্ধে ওকস মোট ৪ বার জয়ী হয়েছেন।
ওভালে পঞ্চম দিনের প্রথম উইকেট পতন হয়েছিল অজি ওপেনারের। নতুন দিনে ব্যক্তিগত খাতায় মাত্র ২ রান যোগ করে আউট হয়ে ফিরতে হয়েছে ওয়ার্নারকে। ইংল্যান্ডে তাঁর রানের পাতায় সর্বশেষ ইনিংসে ১০৬ বল খেলে ৬০ রান উঠে রইল।
ওয়ার্নার ইংল্যান্ড ম্যাচ খেলেছেন ১৯ টি। তাঁর খেলা শেষ ইনিংস ইংলিশ কন্ডিশনে ৩৭ তম। ৯ ফিফটি ও ২৬.৪৮ গড়ে ৪ টি অ্যাশেজ খেলেছেন তিনি ইংল্যান্ডের মাটিতে। ২০১৫ সালে ওভালে খেলা ৮৫ রানের ইনিংস, তাঁর সর্বোচ্চ। ওয়ার্নার সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ওভালে, ৫ টি। ইংল্যান্ডের মাটিতে কোনো শতক তুলতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান।
আগামী বছর ওয়ার্নারের অবসর বিষয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্স কি মন্তব্য করেছেন, দেখা যাক। কামিন্স বলেন,
“আমি অবশ্যই কাউকে তাড়াহুড়ো করে দরজার বাইরে যেতে দিতে চাই না। আমার ধারণা, এটা জিমি অ্যান্ডারসনের চতুর্থ অ্যাশেজ, যেখানে তিনি বলেছেন, এটাই তাঁর শেষ সিরিজ হতে চলেছে। আপনি আসলে জানেন না। এটা শুধু একটা বয়স। ক্রিকেটে সবসময়ই আলাপ-আলোচনা থাকে।”
অবসরে যাওয়ার ব্যাপারটা সবসময় খুব সহজে কাজ করবে, খেলাধুলায় ব্যাপারটা এমন হয় না। সম্প্রতি বাংলাদেশে, তামিম ইকবালের অবসর নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা চলছে। কামিন্স ঠিকই বললেন, ক্রিকেটে আলাপ-আলোচনা সবসময় থাকবেই। আপনি জানবেন না আসলে, কখন-কী হতে চলেছে।