২০০ রানের জয়ে ভারতের সিরিজ জয়

Screenshot 2023 08 02 at 11.36.01 AM
Vinkmag ad

শেষ ওয়ানডেতে ভারত বড় জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে এই ম্যাচ ছিল সিরিজ নির্ধারণী। ভারতীয় ব্যাটারদের ব্যাটিং নৈপুণ্যে সুযোগই পায়নি উইন্ডিজ দল। ভারতের দেওয়া ৩৫২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৫১ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

ত্রিনিদাদে শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে উইন্ডিজ দল ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। ভারত যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। তৃতীয় ম্যাচেও ভারতীয় একাদশে দেখা যায়নি রোহিত শর্মা ও ভিরাট কোহলিকে।

ভিত গড়ে দেয় উদ্বোধনী জুটি। ইশান কিষান ও ও শুবমান গিল মিলে ১৪৩ রানের বড় জুটি করেন। গিল আগের ম্যাচেই দিয়েছিলেন ফেরার বার্তা। অনেকদিন ধরেই ভুগছেন ফর্মের ঝুঁকিতে। এদিন সেঞ্চুরি তুলতে পারেননি, কিন্তু করেছেন ৯২ বলে ৮৫ রান। তার আগে বড় জুটিতে প্রথম পতন ঘটে ইশানের। ৬৪ বলে ৭৭ রান করে ফেরেন তিনি। তিনে নামা রুতুরাজ গায়কোয়াড় সুবিধা করতে পারেননি। ১৪ বলে ৮ রান করে ফিরেছেন।

সাঞ্জু স্যামসন অবশ্য সুযোগ কাজে লাগিয়েছেন। ৪১ বলে ৫০ রানের ইনিংস খেলে রোমারিও শেফার্ডের বলে ফিরেছেন, তার আগে গিলের সাথে গড়েছিলেন ৬৯ রানের জুটি। এদিন অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলেন অবর্ণনীয় ইনিংস। ৫২ বলে ৭০ রান করে ছিলেন অপরাজিত। ৬৫ রানের জুটি গড়েন সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে। আর এভাবেই ভারতীয় দল ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৫১ রান।

বড় লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামা উইন্ডিজ দল ব্যাটে একদমই সুবিধা আনতে পারেনি। প্রথম ওভারেই ব্রান্ডন কিংয়ের উইকেট তুলে নেন মুকেশ কুমার। মুকেশ গুড লেংথ বাছাই করে আউটসাইড অফ স্টাম্পে বল ছাড়ছিলেন। উইন্ডিজ দল ১৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসে। জয়দেব উনাদকাট ভারতের ওয়ানডে দলে যুক্ত হয়েছেন প্রায় ১০ বছর পর। কেসি কার্টির উইকেটটা তার হাতেই পড়ে।

শিমরন হেটমায়ার, শেফার্ড সকলে শার্দুল ঠাকুরের শিকার হয়ে ফেরেন। শার্দুল এদিন তুলে নিয়েছেন উইন্ডিজদের ৪ উইকেট। মুকেশ কুমারের ৩ ও কুলদীপ যাদবের ২ উইকেটের কল্যাণে উইন্ডিজ দল ১৫১ রানেই ধরাশায়ী হয়। খেলতে পেরেছিল মাত্র ৩৫.৩ ওভার।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শুবমান গিল। ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন ইশান কিষান, ১৮৪ রান। আগামীকাল ৩ আগস্ট ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে।

৯৭ ডেস্ক

Read Previous

ভারতের বিরুদ্ধে খেলতে উইন্ডিজের শক্তিশালী স্কোয়াড

Read Next

ইংল্যান্ডে নিজের শেষ দেখে ফেললেন ওয়ার্নার

Total
0
Share