এবার আর ফিরবেন না মইন!

মইন আলি
Vinkmag ad

৩০৯৪ রান, ২০৪ উইকেট। মইন আলির টেস্ট ক্যারিয়ার। অংশ নিয়েছিলেন ৬৮ টি ম্যাচে। অলরাউন্ডার হিসেবে টেস্টে পারফরম্যান্স মন্দ করেননি। তবে মইন আলি অবসরেই ছিলেন। অধিনায়ক বেন স্টোকসের অনুরোধে ফিরে এসে অ্যাশেজ খেললেন। গতকাল ওভালে পঞ্চম দিন শেষে জানিয়ে রাখলেন, আমি বিদায় বলছি, এই শেষ।

জ্যাক লিচের ইঞ্জুরি ছিল। অ্যাশেজে একজন স্পিনার দরকার ইংল্যান্ড দলে। মইন আলিও তখন অবসরে। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেন স্টোকস। ‘অ্যাশেজ?’, সেই মেসেজের জের ধরেই দলে আবার ফিরেছিলেন মইন। খেলেছেন দলের পক্ষে ভূমিকাও রেখেছেন।

তবে গতকাল ওভালে পঞ্চম টেস্টের শেষ দিনে মইন জানিয়েছেন, তাঁর টেস্ট ক্যারিয়ারের এখানেই ইতি। স্কাই স্পোর্টসের মাইকে মইন বলেন, “স্টোকসি (স্টোকস) আবার আমাকে মেসেজ পাঠালে, সেই মেসেজ আমি ডিলিট করে দিব। আমার সময় শেষ। আমি উপভোগ করেছি। আর এভাবে শেষ করতে পারা তো বড় কিছুই।”

অ্যাশেজে ফিরে প্রথম ম্যাচেই তর্জনীর ইনজুরিতে পড়েন মইন। এজবাস্টনের সেই ম্যাচে পরবর্তীতে ভালোভাবে বল করার সক্ষমতাও হারান। ওই চোটের কারণে লর্ডসে দ্বিতীয় খেলতে পারেননি। অবশ্য পরের ৩ টেস্টে ছিলেন। রেখেছেন দলের জন্য ভূমিকা। বোলিংয়ে তো স্পিনে ভালোই সামাল দিয়েছেন। ব্যাটিংয়েও ৩ নম্বরে দেখা গেছে তাঁকে। ওল্ড ট্রাফোর্ডে ৩ নম্বরে নেমে খেলেছেন ৫৪ রানের ইনিংস। শেষ টেস্টে আবারো ইনজুরির কারণে প্রথম ইনিংসে বল করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে প্রথম দিকে কম ওভার করলেও, পঞ্চম দিনে ভালোই করেন মইন। তুলে নেন প্রতিপক্ষের ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট। অস্ট্রেলিয়াকে বেকায়দায় ফেলতে গতকাল বৃষ্টির পর মইনের বল ছিল যথেষ্ট কার্যকরী।

বেন স্টোকস বলেন, “মো (মইন) এর সম্পর্কে খুব কম জিনিস বলা হয়। কিন্তু আমি তাঁকে নিয়েছি, কারণ আমি জানি সে তাঁর ভালো দিনে কী করতে পারে। সে আমাদের পুরো খেলাকে বদলে দিয়েছিল। সে ইংল্যান্ডের একজন দারুণ সেবক “

মইন আলির বয়স ৩৬ বছর। লাল বল থেকে অবসর নিলেও, আসন্ন ক্রিকেট বিশ্বকাপে সাদা বলের ক্রিকেটে মঈনকে দেখা যাবে ইংল্যান্ডের জার্সিতে।

৯৭ ডেস্ক

Read Previous

আমরা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পেরেছি: স্টোকস

Read Next

ভারতের বিরুদ্ধে খেলতে উইন্ডিজের শক্তিশালী স্কোয়াড

Total
0
Share