

আয়ারল্যান্ড সিরিজে ফিরছেন এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। অধিনায়ক হিসেবে যে ফিরবেন, এমন জানা যায়নি। এখন সেটাই ঘটল। জাসপ্রীত বুমরাহ। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে ফিরেছেন অধিনায়ক হিসেবে। এছাড়াও প্রসিদ কৃষ্ণা সুযোগ পেয়েছেন ১৫ সদস্যের স্কোয়াডে।
ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার জাসপ্রীত বুমরাহ ক্রিকেটের সাথে নেই গতবছর সেপ্টেম্বর থেকে। এত লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকার ফলে, ভারতের ক্রিকেট তাঁকে অবশ্যই ‘মিস’ করেছে। তবে সুখের সংবাদ এই যে, বুমরাহ ফিরছেন আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়ে। শুধু ফিরছেন তা নয়, ফিরছেন অধিনায়ক হিসেবে। এর আগে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার।
ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) বুমরাহ আছেন গত দুই মাস থেকে। সেখানেই আস্তে আস্তে নিজের বোলিং ফিরে পাওয়ার জন্য অনুশীলন করে যাচ্ছিলেন। মূলত ‘রিদম’ ফিরে পাওয়া। কিছুদিন আগে জানা গেছে, বুমরাহ পূর্ণশক্তি দিয়ে বল করে যাচ্ছেন নেটে। এশিয়া কাপে ফিরবেন এমনটাই বলা হচ্ছিল। তবে অবস্থা ভালো থাকায়, ফিরছেন আয়ারল্যান্ড সিরিজে- যা এশিয়া কাপ শুরুর আগে অনুষ্ঠিত হবে।
শোনা যাচ্ছিল, রুতুরাজ গায়কোয়াড় অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন আয়ারল্যান্ড সিরিজে। রুতুরাজ এই দায়িত্ব পালন করবেন আসন্ন এশিয়া কাপেও। তবে বুমরাহ পরিপূর্ণ ফিট থাকায়, বোর্ড তাকেই গুরুদায়িত্ব অর্পণ করলেন। এশিয়ান গেমসের জন্য দেওয়া স্কোয়াড থেকে অনেকেই আছেন আয়ারল্যান্ড সিরিজে। ভারত-আয়ারল্যান্ড ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ১৮ আগস্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের স্কোয়াড:
জাসপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইয়াশভি জাইসাওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, সাঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণুই, প্রসিদ কৃষ্ণা, অর্শ্বদ্বীপ সিং, মুকেশ কুমার, আভেশ খান।