

জাতীয় দলের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে আজ থেকে। মূলত এশিয়া কাপের প্রস্তুতি সামনে রেখে এই ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। ডাক পেয়েছেন চুক্তিবদ্ধ ৩২ জন ক্রিকেটার। সবাই অবশ্য আজ আসেননি। কেউ ঢাকার বাইরে, আবার কেউ ফ্রাঞ্চাইজি লিগ খেলতে দেশের বাইরে। তবে যারা এসেছেন, তাঁরা সেরে নিচ্ছেন যার যার কর্মসূচি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস আজ মিরপুরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে।
নাফিস জানান, “আমাদের চুক্তির সমস্ত ক্রিকেটার এবং সম্প্রতি যারা আমাদের জাতীয় দলের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছে তাদের সবাইকে আসতে বলা হয়েছে। আজকে মূলত যেই কাজটা একদম বেসিক মেডিকেল টেস্টিং হবে, ব্লাড টেস্ট, আই টেস্ট এবং ইসিজি। মেডিকেল টেস্ট আজকে করা হচ্ছে। আগামীকাল এবং পরশু গ্রুপ করে করে ফিজিও স্ক্রিনিং যেমন বোন এবং মাসেলের কী অবস্থা এসব করা হবে এই দুই দিনে।”
মেডিকেল পরীক্ষা শেষ হলে ফিটনেস পরীক্ষা হবে ক্রিকেটারদের। ৩ আগস্ট সে পরীক্ষা শেষে ৩২ সদস্যের দল থেকে ২১-২২ সদস্য তৈরি হবে। যারা ৮ আগস্ট এশিয়া কাপের জন্য স্কিল ক্যাম্প শুরু করবে। নাফিস কথা বলেছেন, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের দলে ফেরা নিয়ে।
“আমি মেডিকেল এক্সপার্ট না। তামিমের কন্ডিশন কী, সেই রিপোর্ট আমার পড়ে দেখা হয়নি। এই ব্যাপারে আসলে ডিরেক্টলি বলতে পারব না। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে বলতে পারি ইঞ্জুরির কারণে একজন খেলোয়াড়ের ফিরে আসাটা কখনও সহজ আবার কখনও কঠিন হতে পারে। তামিম আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার, রিয়াদ আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সবসময় সহযোগিতা করা, এটা কোচের মাধ্যমে হোক, প্র্যাকটিসের মাধ্যমে হোক যেভাবেই হোক। আমরা তা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা সেটা করব।”
এছাড়াও যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেশের বাইরে অবস্থান করছে, তাঁরা নির্দিষ্ট সময় শেষ হলে ক্যাম্পে যোগ দিবে। ইস্যুতে সেটা নির্দিষ্ট করা আছে বলে, নাফিস জানান। এনামুল হক বিজয়ের ব্যাপারে প্রশ্ন উঠলে, সেটা নির্বাচকদের দায়িত্ব– বলে উত্তর দেন শাহরিয়ার নাফিস।