হৃদয়ের রেকর্ড গড়া ফিফটিতে উদ্বোধনীতে জাফনার জয়

IMG 0408
Vinkmag ad

এলপিএলের অভিষেক ম্যাচেই তাওহীদ হৃদয়ের বাজিমাত। ফিফটি হাঁকিয়ে জেতালেন দলকে। এবারের আসরের প্রথম ফিফটি তারকরা। আর তাতেই উদ্বোধনী ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সকে ২১ রানে হারিয়েছে জাফনা কিংস।

আজ থেকে মাঠে গড়িয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ ২০২৩, আসরের শুরুর ম্যাচেই ডেব্যু তাওহীদ হৃদয়ের। তার ব্যাটে ঝলক উঠে শুরুরইনিংসেই। . ওভারে ক্রিজে এসে হৃদয় রীতিমতো দাপট দেখান কলম্বোর বোলারদের বিরুদ্ধে। প্যাভিলিয়নে যখন ফেরেন তখন ১৮.ওভারে জাফনার স্কোরবোর্ডে ১৫৭ রান।

তাওহীদ হৃদয় ৩৯ বলে খেললেন ৫৪ রানের এক অনিন্দ্য সুন্দর ইনিংস। যা সাজানো চার ছক্কায়। তার ইনিংসটিই এবারেরএলপিএলের প্রথম অর্ধশতক। শেষ পর্যন্ত উইকেট হারিয়ে জাফনা কিংসের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রানে।

লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার অধিনায়ক নিরোশান ডিকওয়েলার ব্যাটেই কেবল রানের দেখা। আর কেউই খেলতে পারেননি বড়ইনিংস। বাবর আজম ব্যক্তিগত রানে হয়েছেন বোল্ড। রানের বেশি পাননি পাথুম নিসাঙ্কা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রানচামিকা করুণারত্নের ব্যাট থেকে।

শেষপর্যন্ত কলম্বো স্ট্রাইকার্স গুটিয়ে যায় ১৫২ রানে। আর তাতেই জয় দিয়ে টুর্নামেন্ট রাঙাল জাফনা কিংস।

৯৭ ডেস্ক

Read Previous

আগামী সপ্তাহের মধ্যে ২২ জনের স্কোয়াড

Read Next

তাসকিনের চাওয়া ‘সবার দোআ’, বোর্ডের সিদ্ধান্তকে করলেন সম্মান

Total
0
Share