কানাডার গ্লোবাল টি-টি-টোয়েন্টি মাতাতে যাচ্ছেন আফিফ

কানাডার গ্লোবাল টি-টি-টোয়েন্টি মাতাতে যাচ্ছেন আফিফ
Vinkmag ad

কানাডার গ্লোবাল টিটোয়েন্টি লিগের মাঝপথে খেলতে যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। টুর্নামেন্টে আফিফের ঠিকানা সারে জাগুয়ার্স।যেখানে আফিফ সতীর্থ হিসেবে পাচ্ছেন আরেক বাংলাদেশি লিটন দাসকে।

চলমান গ্লোবাল টিটিটোয়েন্টিতে নতুন করে যুক্ত হলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার আফিফ হোসেন। সারে জাগুয়ার্সে লিটনছাড়াও আফিফ সঙ্গী হিসেবে পাচ্ছেন ইফতিখার আহমেদ, বেন কাটিং, অ্যালেক্স হেলসকে।

রাতের ফ্লাইটে কানাডা যাওয়ার কথা রয়েছে আফিফের। এরমধ্যেই মিলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট(এনওসি) এনওসি হাতে পাবার পর জানা যাবে ঠিক কখন বিমানে চড়বেন আফিফ

সারে জাগুয়ার্সের পরবর্তী ম্যাচ আগস্ট বাংলাদেশ সময় রাত টায়, প্রতিপক্ষ ব্রামটন উলফস। টুর্নামেন্টে এখন পর্যন্ত ম্যাচ খেলাসারে জয় নিয়ে অবস্থান করছে টেবিলের তিনে।

৯৭ প্রতিবেদক

Read Previous

স্টুয়ার্ট ব্রড: চূড়া থেকে চূড়ান্ত

Read Next

আগামী সপ্তাহের মধ্যে ২২ জনের স্কোয়াড

Total
0
Share