লো-স্কোরিং ম্যাচে ভারতের বড় হার

ভারত ওয়েস্ট ইন্ডিজ 1
Vinkmag ad

২০১৯ সালের ডিসেম্বরের পর ভারতের বিরুদ্ধে প্রথম জয় ওয়েস্ট ইন্ডিজের। আর তাতেই ওডিআই সিরিজ ফিরল সমতায়। মতি এবং শেফার্ড ওয়েস্ট ইন্ডিজের তিনটি করে উইকেট শিকার করে জয়ের পথটা মসৃণ করে দেন; এরপর ব্যাট হাতে বাকি কাজ করেন শাই হোপ ও কেসি কার্টি। ভারতের দেওয়া ১৮২ রানের টার্গেট উইন্ডিজ ছুঁয়েছে ৮০ বল ও ৬ উইকেট হাতে রেখে।

ব্রিজটাউনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তরুণদের সুযোগ দিতে এই ম্যাচে বিশ্রামে থাকেন রোহিত শর্মা, ভিরাট কোহলি। স্বাভাবিকভাবেই এই দুই তারকার অনুপস্থিতিতে তরুণদের কাছে সুযোগ ছিল অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সে নিজেদের প্রমাণ করার। একাদশে জায়গা পাওয়া সঞ্জু স্যামসন ও আক্সার প্যাটেল ব্যাট হাতে দু’জনেই ব্যর্থ।

ইশান কিশান ছাড়া বাকিরা ক্যারিবীয় বোলারদের সামনে করেছেন অসহায় আত্মসমর্পণ। ৩৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শুবমান গিল। ফিফটির পর থাকতে পারেননি ইশান কিশানও। বিনা উইকেটে ৯০ রান থেকে ১৬৭ রানে ৯ উইকেট। মাত্র ৭৭ রানে ৯ উইকেট হারায় ভারত। রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুররা বড় ইনিংস খেলতে ব্যর্থ। শেষ উইকেটে কুলদীপ যাদব আর মুকেশ কুমার ১৪ রান যোগ করে।

ছয় নম্বরে নেমে কিছুটা চেষ্টা করেন সুরিয়াকুমার যাদব।  কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ২৫ বলে ২৪ করে আউট হন। লোয়ার অর্ডারও রান পায়নি। ১৮১ রানে অলআউট হয়ে যায় ভারত। তিনটি করে উইকেট নেন গুদাকেশ মতি এবং রোমারিও শেফার্ড।

জয়ের জন্য ১৮২ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজ়ের ওপেনাররা শুরুটা বেশ ভালই করেন। মাত্র ৮.১ ওভারেই ৫০ রান। তবে ভারতকে লড়াইয়ে ফেরান শারদুল ঠাকুর। নবম ওভারে দুই ওপেনারকেই সাজঘরে ফেরান। আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকা কাইল মেয়ার্সকে ৩৬ রানে বিদায় করেন। দুই বল পরেই দুর্দান্ত ফুল লেংথের বলে ব্র্যান্ডন কিংকেও ১৫ রানে সাজঘরে ফেরান। ঠাকুরের তৃতীয় শিকার তিনে নামা অলিক অ্যাথানাজে। 

শিমরন হেটমায়েরও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। ৯ রান করতেই কুলদীপ যাদবের ঘূর্ণিতে বোল্ড হেটমায়ের। ৯১ রানে চার উইকেট হারিয়ে বেশখানিকটা চাপেই পড়ে  গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান শাই হোপ। তাঁকে যোগ্য সঙ্গ দেন কেসি কার্টি। দুইজনে মিলে পঞ্চম উইকেটে অপরাজিত ৯১ রানের পার্টনারশিপে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন

৯৭ ডেস্ক

Read Previous

মুশফিকবিহীন বাফেলোস হয়েছে রানার আপ

Read Next

স্টুয়ার্ট ব্রড: চূড়া থেকে চূড়ান্ত

Total
0
Share