মুশফিকবিহীন বাফেলোস হয়েছে রানার আপ

জিম্বাবুয়ে জাজাই
Vinkmag ad

জিম-আফ্রো টি-টেন লিগের ফাইনালে জোবার্গ বাফেলোস তাদের সেরা একাদশে রাখেনি বাংলাদেশী তারকা ব্যাটার মুশফিকুর রহিমকে। তবে মুশফিকবিহীন একাদশ চ্যাম্পিয়ন শিরোপা এনে দিতে পারেনি। জোবার্গকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডারবান কালান্দার্স।

টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে সংগ্রহে ১২৭ রান জমা করে জোবার্গ বাফেলোস। ১৭ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন টম ব্যান্টন। এ ছাড়া মোহাম্মদ হাফিজ ১৩ বলে ৩২, ইউসুফ পাঠান ১৪ বলে ২৫ ও রবি বোপারা ১০ বলে ২২ রান করেন।

লক্ষ্য তাড়ায় নেমে আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের ব্যাটিং ঝড়। তার দাপুটে ব্যাটিংয়ের সুবাদে মাত্র ২ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ডারবান। জাজাই ২২ বলে খেলেন ৪৩ রানের হার না মানা ইনিংস। অপরাজিত থেকে দলকে শিরোপা এনে দেওয়া জাজাইয়ের হাতেই উঠেছে ফাইনাল সেরা ক্রিকেটারের পুরস্কার। এছাড়া টিম সেইফার্ট ১৪ বলে ৩০ ও আন্দ্রে ফ্লেচার ১১ বলে ২৯ রান করেন।

ফাইনাল না মাতাতে পারলেও মুশফিক এই টুর্নামেন্টে ছিলেন দারুণ ছন্দে। ৮ ম্যাচে তার ব্যাট থেকে আসে মোট ১২৬ রান। এই টুর্নামেন্ট খেলা আরেক বাংলাদেশি তাসকিন আহমেদ ১১ উইকেট শিকার করেন।

৯৭ ডেস্ক

Read Previous

ব্রডের শেষ টেস্টে বড় লিড ইংল্যান্ডের

Read Next

লো-স্কোরিং ম্যাচে ভারতের বড় হার

Total
0
Share