

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। যদিও ম্যাচ সূচি দিতে দেরি, সে সূচিতে পরিবর্তনের আভাস– ইত্যাদি অনেককিছু ঘটেছে, ঘটছে। চার বছর পর আসা বিশ্বকাপ নিয়ে তবু উন্মাদনা তো চলবেই। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর এক রিপোর্ট থেকে জানা যায়, আগস্টের ১০ তারিখ থেকে অনলাইনে পাওয়া যাবে আসন্ন বিশ্বকাপের টিকিট।
বিশ্বকাপের টিকিট নিয়ে আগ্রহ থাকে দর্শকদের। এবারের বিশ্বকাপ ভারতে হওয়ায় উপমহাদেশের দর্শকদের আগ্রহ অনেকটা বেশি। বাংলাদেশের দর্শকেরাও প্রস্তুত হচ্ছেন বিশ্বকাপে নিজেদের উপস্থিতি জানান দিতে। বড় বিষয় হচ্ছে টিকিট।
সেই টিকিট অনলাইনে আসতে যাচ্ছে বলে এক রিপোর্ট থেকে জানা গেছে। স্টেট অ্যাসোসিয়েশনগুলো তাঁদের টিকিট-মূল্য জুলাইয়ের ৩১ তারিখ বিসিসিআই- এর নিকট হস্তান্তর করবে। হস্তান্তর প্রক্রিয়া শেষ হলে আগস্টের ১০ তারিখ থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।
বিসিসিআই- এর বরাতে জানা যায়, টিকিট অনলাইনে বুক করা গেলেও, মাঠে ঢুকতে কাগজে ছাপা টিকিট নিয়েই ঢুকতে হবে। বিশ্বকাপের প্রতিটা ভেন্যুতে একাধিক টিকিট সংগ্রহ বুথ থাকবে, যেখান থেকে আরামদায়ক পরিস্থিতিতে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকেরা, এমনটি জানা যায়।
“আমাদের কাছে বিশ্বকাপের ই-টিকিট ব্যবস্থা নেই। তবে আমরা খেলার এক সপ্তাহ আগে থেকে ৭ বা ৮ স্পটে ফিজিক্যাল (ছাপা টিকিট) টিকিট প্রস্তুত করার ব্যবস্থা করব, বড় ভেন্যুতে ই-টিকিট পাওয়া খুব কঠিন হবে।”
বিসিসিআই ও আইসিসি এর জন্য প্রতি ম্যাচে ৩০০ টি সিট বরাদ্দ থাকবে, এমন প্রস্তাব এসেছে। এই ৩০০ টি আতিথেয়তা টিকিট হিসেবে থাকবে। এছাড়াও যদি আরো টিকিট প্রয়োজন হয়, ভারতের রাজ্য সংস্থাগুলো তা দিয়ে থাকবে বলে জানা যায়।
মাঠে দর্শকদের জন্য স্বল্পমূল্যে ভালো খাবারের ব্যবস্থা থাকবে। এছাড়াও ‘কোকা-কোলা পানীয়’ থেকে বিনামূল্যে দর্শকদের পানি দেওয়া হবে বলে জানা গেছে।
আগামী অক্টোবরের ৫ তারিখ শুরু হয়ে নভেম্বরের ১৯ তারিখ পর্যন্ত চলবে এবারের ক্রিকেট বিশ্বকাপ।