লন্ডনে থাকা তামিমের অবস্থা জানাল বিসিবি

অচেনা মঞ্চে রোমাঞ্চের কমতি নেই তামিমের
Vinkmag ad

বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ওয়ানডে অধিনায়ক এখনো তামিম ইকবাল। তবে ইনজুরির জেরে শেষমেশ তাঁর এশিয়া কাপ, বিশ্বকাপের মত মেগা আসরে খেলা হবে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা।

এই মুহূর্তে লন্ডনে আছেন তামিম, তাঁর সঙ্গে আছেন বিসিবির জ্যোষ্ঠ চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিসিবি দেবাশীষ চৌধুরীর বরাত দিয়ে এক বিবৃতিতে তামিম ইকবালের বর্তমান অবস্থার কথা জানিয়েছে।

তিনি বলেন, ‘তামিম তার চলমান পিঠের ব্যথার জন্য একজন মেরুদন্ড বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেছিলেন এবং গতকাল আক্রমণাত্মক ব্যথা ব্যবস্থাপনা পদ্ধতির মধ্য দিয়েছিলেন।’

‘তিনি আগামী দুই দিনের জন্য পর্যবেক্ষণে থাকবেন এবং এই ইস্যুতে পরবর্তী করণীয় নির্ধারণে এরপর পুনরায় মূল্যায়ন করা হবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ভারতীয় বোর্ড হারমানপ্রীতকে শাস্তি দিতে গঠন করল কমিটি

Read Next

ওভালে ভারসাম্যপূর্ণ অবস্থায় দুই দল

Total
0
Share