

ভারতীয় নারী অধিনায়ক হারমানপ্রীত কর। বাংলাদেশে খেলতে এসে শেষ ওয়ানডেতে এত ঘটনার জন্ম দিলেন যে, তাঁকে নিয়ে আলোচনা চলছে সপ্তাহ জুড়ে। তাঁর আচরণ ও কর্মের বিভিন্ন সমালোচনা করে মন্তব্য করেছেন অনেক সাবেক ভারতীয়। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে এখনো সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দেওয়া হয়নি বোর্ড থেকে কোনো ধরনের বিবৃতি। তবে আজ শুক্রবার দেওয়া এক মিডিয়া রিলিজ থেকে জানা যায়, বিসিসিআই ভারতের এই নারী অধিনায়কের ব্যাপারে ব্যবস্থা নিতে আলোচনা করছে।
গত শনিবার তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন হারমানপ্রীত কর মাঠে ও মাঠের বাইরে বেশ কিছু ঘটনার জন্ম দেন। ক্রিকেট পাড়া এ সম্বন্ধে এখন অবগত। তাঁর এই অখেলোয়াড়সুলভ আচরণ গ্রহণযোগ্যতা পাওয়ার কোনো সুযোগ দেয়নি। বরং সমালোচনা শুনতে হয়েছে বিভিন্ন জায়গা থেকে। ঘটনার জের ধরে গত মঙ্গলবার আইসিসি হারমানপ্রীতকে ম্যাচ ফি এর ৭৫ শতাংশ জরিমানার পাশাপাশি, দুই ম্যাচ নিষিদ্ধ করে শাস্তি জারি করেছে।
ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে কোনো ধরনের বার্তা এ বিষয়ে পাওয়া যাচ্ছিল না। তবে কি এমন ঘটনার বোর্ড অধিনায়ককে সাধারণ চোখে দেখবেন? এই ভাবনার অবসান ঘটেছে।
বৃহস্পতিবারের ভারতীয় বোর্ড মিটিং থেকে জানা যায় এই ঘটনায় হারমানপ্রীত করের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই। সেক্রেটারি জয় শাহ সেরকমই নিশ্চিত করেছেন।
বোর্ড হারমানপ্রীতের ব্যাপারে কোনো আপিলে যাবে না। আইসিসি যেমন সিদ্ধান্ত দিয়েছে, সেটাই থাকবে বলে জানা যায়। জয় শাহ জানান, বোর্ড থেকে হারমানপ্রীতের ব্যাপারে যে সিদ্ধান্ত হবে, তা মূলত আলোচনার পর জানা যাবে। সেই আলোচনায় থাকবেন প্রেসিডেন্ট রজার বিনি ও ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ। আগামী কয়েকদিনের ভেতর দুইজন আলোচনা করে ভারতীয় দলের অধিনায়কের ব্যাপারে কোনো ব্যবস্থা বা সিদ্ধান্ত নিবেন, বলে জানা যায়।
ভারতীয় বোর্ড হারমানপ্রীত করের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত দিবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সেক্রেটারি জয় শাহ যেরকম জানিয়েছেন, সেখান থেকে বোঝা যায়, কোনো নিষেধাজ্ঞা বা শাস্তি বোর্ড থেকে পেতে হতে পারে এই ৩৪ বছর বয়সী অধিনায়ককে।