বিশ্বকাপে থাকছে না ই-টিকিট, ব্যর্থ বিসিসিআই

বিশ্বকাপ মাঠ
Vinkmag ad

২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে থাকছে না ই-টিকিট, দর্শকদের জন্য বিশেষ বার্তা দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। জানিয়েছেন, বিশ্বকাপের কোনো ই-টিকিট থাকবে না। কাগজে ছাপা টিকিট নিয়ে মাঠে প্রবেশ করতে হবে ম্যাচ দেখতে আসা দর্শকদের। ম্যাচের টিকিট অনলাইনে বুকড করা গেলেও খেলা দেখতে যাওয়ার সময় কাগজে ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। 

শীঘ্রই বিসিসিআই এবং আইসিসির পক্ষ থেকে জানানো হবে কবে শুরু হবে বিশ্বকাপের টিকিট বিক্রি। এরমধ্যেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, বিশ্বকাপে থাকছে না ই-টিকিট। ফিজিক্যাল টিকিট কাটা বাধ্যতামূলক। ৭-৮টি কেন্দ্র থেকে এই ফিজিক্যাল টিকিট পাওয়া যাবে।

‘আমাদের কাছে বিশ্বকাপের ই-টিকিট ব্যবস্থা নেই। তবে আমরা খেলার এক সপ্তাহ আগে থেকে ৭ বা ৮ স্পটে ফিজিক্যাল (ছাপা টিকিট) টিকিট প্রস্তুত করার ব্যবস্থা করব, বড় ভেন্যুতে ই-টিকিট পাওয়া খুব কঠিন হবে।’

‘আহমেদাবাদ এবং লখনৌয়ের মতো বেশি দর্শক আসনের ভেন্যুতে ই-টিকিটের ব্যবস্থা করা কঠিন। বিসিসিআই দ্বি-পাক্ষিক সিরিজে আগে ই-টিকিট চালু করবে। তারপর বিশ্বকাপের মতো মাল্টি-নেশন ইভেন্টে ই-টিকিটের সুবিধা আনবে।’

বিশ্বকাপের সূচি ঘোষণা হতেই শুরু বিশ্বকাপের টিকিট নিয়ে আলোচনা চলছে, কবে প্রকাশিত হবে টিকিট, ক্রয় করা যাবে কিভাবে। কোন দল কবে কোন স্টেডিয়ামে খেলবে সেটা জানানোর পরেই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে টিকিট নিয়ে খোঁজাখুঁজি। প্রতিটা দল এবার গ্রুপ পর্বে ৯টি করে ম্যাচ খেলবে।

তবে কবে থেকে টিকিটের বিক্রি শুরু হবে তা এখনও জানানো হয়নি। আর কয়েকদিনের মধ্যে অফিসিয়ালভাবে জানানো হবে আইসিসির পক্ষ থেকে। সমর্থকদের মধ্যে সবথেকে বড় প্রশ্ন টিকিটের দাম নিয়ে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। ভারতের প্রতিটা প্রান্তেই বসবে বিশ্বকাপ আসর।

৯৭ ডেস্ক

Read Previous

দারুণ ছন্দে থাকা তাসকিনের দল পড়ল বাদ, মুশফিকদের বাজিমাত

Read Next

ভারতীয় বোর্ড হারমানপ্রীতকে শাস্তি দিতে গঠন করল কমিটি

Total
0
Share