

জিম-আফ্রো টি-টেন লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি হয়েও তাসকিন আহমেদ স্বস্তিতে নেই। কারণ টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তার দল বুলাওয়ে ব্রেভস। শুধুমাত্র তাসকিন আহমেদের দল টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে এবং মুশফিকুর রহিমের দল কোয়ালিফায়ার ১ খেলবে। টানা তিন জয়ে প্লে-অফে মুশফিকের দল।
গতরাতে ডারবান কালান্দারর্সের বিপক্ষে ৩ উইকেট শিকার তাসকিনের, হয়ে গেলেন হাইয়েস্ট উইকেট টেকার। দারুণ বোলিং পার্ফরম্যান্স উপহার দেওয়া তাসকিন দলকে নিতে পারলেন না কোয়ালিফায়ার রাউন্ডে।
একে একে টিম সেইফার্ট, আন্দ্রে ফ্লেচার ও হজরতউল্লাহ জাজাইকে বোল্ড করেছেন। আর তাতেই জায়গা করে নেন টুর্নামেন্টের টপ বোলারের স্থানে।
হারতে থাকা মুশফিকের দল এবার টানা তিন জয়ে নিশ্চিত করেছে প্লে-অফ। প্রথম পাঁচ ম্যাচে জোবার্গ বাফেলোর জয় ছিল মাত্র একটি। এরপর টানা তিন জয়ে পায় প্লে-অফের টিকিট। গতকাল বৃহস্পতিবার রাতে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। হারারে হারিকেনসের বিপক্ষে জিতেছে ৯ উইকেট আর ২২ বল হাতে রেখেই। এই জয়ে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে মুশফিক-হাফিজদের।
ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল হারারে। তবে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৮১ রানেই থেমে যায় তাদের ইনিংস। জবাবে শুরুতেই হাফিজকে (৭) হারালেও ৬.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জোহানেসবার্গ। ১৪ বলে ১ চার আর ২ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন টম ব্যান্টন। উইল স্মিড করেন ১৯ বলে ৪৪। তার এই ঝোড়ো ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কার মার। দল সহজেই জিতে যাওয়ায় মুশফিকের আর ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি।