পাপুয়া নিউগিনির হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাপুয়া নিউ গিনির দল ঘোষণা
Vinkmag ad

প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনি ২০২৪ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ফিলিপাইনকে ১০০ রানে হারিয়ে ইস্ট এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ারে প্রথম স্থানে রয়েছে দলটি।

টনি উরার দ্রুতগামী ফিফটি, অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনির দায়িত্বশীল ব্যাটে ভর করে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে পাপুয়া নিউগিনি। ফিলিপাইন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে সক্ষম হয়। ফলে ১০০ রানে জয় লাভ করে পিএনজি।

পাপুয়া নিউগিনি তাঁদের খেলা ৫ টি ম্যাচেই জয়লাভ করে। শনিবার জাপানের সাথে ম্যাচ খেলে টুর্নামেন্ট শেষ করবে দলটি। জাপান ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে দুই দেশ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ২০ দলের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৪ গ্রুপে ভাগ হয়ে যাবে প্রতিটি দল। প্রতি গ্রুপে ৫ টি করে দল থাকবে। গ্রুপ পর্ব শেষে প্রতি গ্রুপের প্রথম ২ দল সুপার এইট খেলার যোগ্যতা অর্জন করবে। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে যাবে সুপার এইটের ৮ দল। এরপর সুপার এইট শেষে দুই গ্রুপের প্রথম ২ দল সেমিফাইনাল খেলবে।

১২ টি দল ইতিমধ্যে আগামী বিশ ওভারের বিশ্বকাপ খেলার যোগ্য হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করা প্রথম ৮ দল রয়েছে। তাঁরা হচ্ছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা। এছাড়া বাকি ২ দল র‍্যাংকিয়ের ভিত্তিতে এসেছে; বাংলাদেশ ও আফগানিস্তান। এই মোট ১২ টি দল।

পাপুয়া নিউগিনি ছাড়াও আরো ৭ টি দল অঞ্চলভিত্তিক কোয়ালিফায়ার টুর্নামেন্ট থেকে আসবে। ইতিমধ্যে গত শুক্রবার আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড ইউরোপ অঞ্চল থেকে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। আরো ৫ দল আসন্ন সময়গুলোতে নিজেদের জায়গা নিশ্চিত করবে। জানা যায়, দলগুলোর মধ্যে আমেরিকা থেকে ১ দল, আফ্রিকা থেকে ২ দল, এশিয়া থেকে ২ দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে।

৯৭ ডেস্ক

Read Previous

প্রথম দিনে গুটিয়ে গেল ইংল্যান্ড, ভালো শুরুর চেষ্টা অস্ট্রেলিয়ার

Read Next

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে স্কটল্যান্ড

Total
0
Share