মানবিক বিসিসিআই; বিশ্বকাপে দর্শকের জন্য বিনামূল্যে পানি

মাঠ দর্শক
Vinkmag ad

মিরপুর হোম অব ক্রিকেটে ম্যাচ চলাকালীন খাবার পানির যা মূল্য, নিশ্চিতভাবে বিদেশি কোনো দর্শক বুঝে নিবে বাংলাদেশে বোধহয় পানির দাম সবচেয়ে বেশি। আসন্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতের এক সিদ্ধান্তে যেকোনো দেশের ক্রিকেট ভক্তই এবার খুশি হতে পারেন, একটা ধন্যবাদ দিতে পারেন। গ্যালারিতে থাকা দর্শকের জন্য বিনামূল্যে পানি পানের ব্যবস্থা করতে চায় বিসিসিআই।  

বিসিসিআই সচিব জয় শাহ নিশ্চিত করেছেন যে, তারা ২০২৩ বিশ্বকাপ চলাকালীন দর্শকদের বিনামূল্যে পানীয় জল সরবরাহ করার জন্য কাজ করছে।

অক্টোবর-নভেম্বরে পুরো ভারত জুড়ে ওয়ানডে বিশ্বকাপ। বিসিসিআই-এর দুর্দান্ত উদ্যোগ এরমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে ক্রিকেটাঙ্গনে। বিশ্বকাপ আয়োজনে কোনোরকম ফাঁক রাখতে চাইছে না বিসিসিআই। ভারতজুড়ে তাই সাজ সাজ রব।

আইসিসি ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে প্রমো ভিডিও। বিশ্বকাপ ট্রফি বেরিয়েছে বিশ্বভ্রমণে। যে ১০টি স্টেডিয়ামে ম্যাচ খেলা হবে সেগুলি সংস্কারের কাজ চলছে। প্রতিটি স্টেডিয়ামকে সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে বোর্ড। 

এর আগে ২০১১ সালে ভারতে বিশ্বকাপ হলেও মিলিত ভাবে আয়োজনের দায়িত্বে ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কাও। এ বার একক ভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে বিশ্বকাপ ফাইনাল। 

বিশ্বকাপের ম্যাচগুলি খেলা হবে আহমেদাবাদ, চেন্নাই, মুম্বাই, ধর্মশালা, দিল্লি, পুনে, ব্যাঙ্গালোরো, হায়দ্রাবাদ, লখনৌ এবং কোলকাতায়। গৌহাটি ও তিরুবনন্তপুরমে খেলা হবে ওয়ার্ম আপ ম্যাচগুলি।

৯৭ ডেস্ক

Read Previous

ফেরার সময় হয়েছে বুমরাহ’র

Read Next

বিশ্বকাপের সূচিতে আসছে পরিবর্তন, নিশ্চিত করলেন জয় শাহ

Total
0
Share