

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সূচি প্রকাশ পেয়েছে খুব অল্পদিন। এখন আবার শোনা যাচ্ছে সেই সূচিতে কিছু পরিবর্তন আসতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব ‘নবরাত্রি’ পড়ে যাওয়ায়, সেই ম্যাচের সূচি পরিবর্তন নিয়ে কথা উঠেছিল দিন দুয়েক আগে। এখন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানাচ্ছেন, বিশ্বকাপ সূচিতে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে।
চার বছর পর ক্রিকেট বিশ্বকাপ এসেছে। ক্রিকেট-প্রেমী মানুষের উন্মাদনা আকাশ ছোঁয়া। সেখানে বিশ্বকাপের সূচি নিয়ে থাকে আলাদা এক আগ্রহ। সাধারণত ১ বছর আগেই সূচি প্রকাশ করা হয়। অথচ এবছর বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র ৩ মাস আগে সূচি প্রকাশিত হয়েছে। সে সূচি নিয়েও এখন তৈরি হয়েছে দ্বিধা। হতে যাচ্ছে পরিবর্তন।
বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) সেক্রেটারি জয় শাহ জানান, “এই সম্ভাবনা আছে, সূচিতে কিছু পরিবর্তন হতে পারে।” বৃহস্পতিবার বোর্ডের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
“কিছু পূর্ন সদস্যর দেশ লিখিতভাবে অনুরোধ জানিয়েছে সূচি থেকে দুই বা তিনটি তারিখের কিছু পরিবর্তন করতে। আমরা আইসিসির সাথে এ ব্যাপারে কাজ করছি। এ ব্যাপারে দুই বা তিন দিনের ভেতর জানাতে পারব আশা করি।”
মূলত বিশ্বকাপের সূচি অনুযায়ী অক্টোবরের ১৫ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সেদিন হিন্দু ধর্মের উৎসব ‘নবরাত্রি’ থাকায় স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরাপত্তা আরো নানাবিধ বিষয়ে প্রশ্ন তুলেছেন। তখন ধারণা করা হচ্ছিল, বদলে যেতে পারে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সূচি।
শাহ অবশ্য বলছেন, “যদি নিরাপত্তাই কারণ হতো, তবে ম্যাচটি কেন সেখানে (আহমেদাবাদ) হতে যাবে। ১৪ বা ১৫ তারিখ কোনো সমস্যা নয়। দুই বা তিনটি বোর্ড জানিয়েছে, পরিবর্তনের জন্য, কারণ সেখানে কিছু লজিস্টিক্যাল সমস্যা আছে। কিছু ম্যাচ আছে যেখানে মাত্র ২ দিনের ব্যবধান। তো এটা খুব কঠিন হবে, খেলা, এর পরেরদিন অন্য জায়গায় যাওয়া এবং খেলা।”
এক মাস আগে প্রকাশিত হয়েছে বিশ্বকাপের সূচি। জয় শাহ ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তনের বিষয়ে স্পষ্ট করে বললেন না। তিনি ‘লজিস্টিক’ ইস্যুকে সামনে এনে, সূচি পরিবর্তন হতে পারে বলে জানিয়ে রাখলেন। তবে সূচিতে যে পরিবর্তন আসছে, এটা মোটামুটি নিশ্চিত৷ আর দুই এক দিনের ভেতর হয়তো জানা যাবে বিষয়টি।