উইকেটের মিছিলে শেষ হাসি ভারতের

ভারত ওয়েস্ট ইন্ডিজ
Vinkmag ad

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে নিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে তাঁদের মাটিতে ৫ উইকেটে পরাজিত করেছে সফরকারী দল। উইন্ডিজ দল ব্যাটিংয়ে সুবিধা করতে না পেরে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। ভারত সে রান তাড়া করতে গিয়ে ৫ উইকেট হারায়, তবে জিতে নেয় ম্যাচ।

১১৫ রানের সহজ লক্ষ্যমাত্রা ছিল ভারতের জন্য। পঞ্চাশ ওভারের খেলায় আরামে সে রান তাড়া করা সম্ভব। তবে খুব বেশি আরামদায়ক হয়নি। উইকেট হারাতে হয়েছে দলটির। উইকেট-বিহীন জয় হলে সবচেয়ে ভালো দেখাত তাঁদের জন্য।

সহজ লক্ষ্যমাত্রা বলেই কি না, ব্যাটিং অর্ডারে কিছু সংযোজন-বিয়োজন দেখা গেল। ওপেন করতে নামলেন শুবমান গিলের সাথে নামলেন ইশান কিষান। ইশান অবশ্য সফল হয়েছেন। ৪৬ বলে ৫২ রান করে ফিরেছেন গুদাকেশ মতির বলে।

তবে ইশানের ফেরার আগে ভারত হারিয়েছিল আরো ৩ উইকেট। যার প্রথমটি ব্যক্তিগত ৭ রানে শুবমান গিল। তিনে নামা সূর্যকুমার যাদব মতির বলে লেগ বিফোর হলেন দলীয় ৫৪ রানে। হার্দিক পান্ডিয়া ৫ রানে ফিরেছেন রান আউট হয়ে। ফলে দলীয় ৭০ রানে ৩ উইকেট হারানো ভারত, ৯৪ রানে গিয়ে ইশানকে হারায়।

অবশ্য অল্প রান। তখনো নামেননি অধিনায়ক রোহিত শর্মা। নামেননি ভিরাট কোহলি। অবশ্য দলীয় ৯৭ রানে শার্দুল ঠাকুর ফিরলে রোহিত ব্যাটিংয়ে নামেন। এরপর রবীন্দ্র জাদেজার সাথে ক্রিজে থেকে ম্যাচ শেষ করে ফেরেন। ফলে প্রথম ম্যাচে ২২.৫ ওভার খেলে ৫ উইকেটে জয় পায় ভারত।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ ওভার খেলে ১১৪ রানে গুটিয়ে যায় দলের ব্যাটিং লাইন আপ। ভারতীয়দের স্পিনের কাছেই আত্মসমর্পণ করতে হয় তাঁদের। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব মিলে তুলে নেন প্রতিপক্ষের ৭ উইকেট।

মুকেশ কুমারের ওডিআই অভিষেক ঘটে এই ম্যাচে। তবে প্রথম উইকেট আসে হার্দিকের হাত ধরে। কাইল মেয়ার্সকে হার্দিক ফেরান দলীয় ৭ রানে। ৪৫ রানের মাথায় পতন ঘটে আরো দুই উইকেটের। দ্বিতীয় ওয়ানডে খেলা আলিক আথানেজের পর ফেরেন ব্রান্ডন কিং। আথানেজের উইকেট তুলে নেন অভিষিক্ত মুকেশ। এরপর শাই হোপের সাথে শিমরন হেটমায়ারের ৪৩ রানের জুটিই ইনিংসে সর্বোচ্চ।

জাদেজার বলে হেটমায়ার ফিরলে বাকিরাও ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ইনিংসে সর্বোচ্চ রান (৪৩) করেন হোপ। এই ধারাবাহিকতায় ১১৪ রানে শেষ হয় উইন্ডিজদের ইনিংস। ভারতের বিপক্ষে স্বাগতিকদের এটি দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস।

ভারতের বোলারদের পক্ষে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা যথাক্রমে ৪ ও ৩ উইকেট সংগ্রহ করেন। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের পক্ষে গুদাকেশ মতি ২ উইকেট লাভ করেন।

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপের সূচিতে আসছে পরিবর্তন, নিশ্চিত করলেন জয় শাহ

Read Next

প্রথম দিনে গুটিয়ে গেল ইংল্যান্ড, ভালো শুরুর চেষ্টা অস্ট্রেলিয়ার

Total
0
Share