ফেরার সময় হয়েছে বুমরাহ’র

বুমরাহ
Vinkmag ad

ভারতীয় পেস অ্যাটাকে দীর্ঘদিন থেকে অনুপস্থিত জাসপ্রীত বুমরাহ। তবে সুখবর শোনা যাচ্ছে। বুমরাহ ফিরছেন। আগামী আগস্ট মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেই ফেরার কথা রয়েছে ভারতের এই গুরুত্বপূর্ণ পেস বোলারের।

আগস্টে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে ভারত ও আয়ারল্যান্ড। সূচি থেকে জানা যায়, আগস্টের ১৮, ২০ ও ২৩ তারিখ সিরিজের ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ হিসেবে থাকবে আয়ারল্যান্ড। সেই সিরিজে ফেরার কথা রয়েছে ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর।

গতবছর সেপ্টেম্বর থেকে খেলার মাঠে নেই বুমরাহ। লোয়ার ব্যাকে ব্যথা নিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে সাদা বলের ক্রিকেট খেলতে পারেননি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়া টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিতে পারেননি একই ইঞ্জুরির কারণে। গতবছর সেপ্টেম্বর থেকে এবছর জুলাই পর্যন্ত মাঠে নেই বুমরাহ। এখন আশা করা যাচ্ছে আগামী আগস্টে ফিরতে পারবেন তিনি।

এর আগে গত মার্চে সার্জারির মধ্যে দিয়ে যেতে হয়েছে এই পেসারকে। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে জানানো হয়েছে, আসন্ন এশিয়া কাপে বুমরাহ ফিরতে পারবেন।

তবে এখন জানা যাচ্ছে, বুমরাহ আরো আগেই ফিরতে পারেন। গত সপ্তাহে বিসিসিআই কর্তৃক বার্তা থেকে জানা যায়, বুমরাহ দারুণভাবে রিকোভার করছেন। নেটে পূর্ণশক্তিতে বল করছেন। এজন্য আশা করা যাচ্ছে আগামী আগস্টের আয়ারল্যান্ড সিরিজ জাসপ্রীত বুমরাহর জন্য ‘কামব্যাক সিরিজ’ হতে পারে।

বুমরাহ ফিরলে ভারতের বোলিং লাইনআপ আরো শক্তিশালী হয়ে উঠবে। পেস অ্যাটাকে মোহাম্মদ সামির সাথে এশিয়া কাপে বুমরাহর বল প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে দাঁড়াবে বলেই ধারণা করা যাচ্ছে।

৯৭ ডেস্ক

Read Previous

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আয়ারল্যান্ড

Read Next

মানবিক বিসিসিআই; বিশ্বকাপে দর্শকের জন্য বিনামূল্যে পানি

Total
0
Share