

গোড়ালিতে ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। আর তাতেই ১৭ জনের স্কোয়াড এখন ১৬ তে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের পর এবার উইন্ডিজের মাঠে ভারতের ৫০ ওভারের লড়াই। তবে সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল রোহিত এন্ড কোং। চোটের কারণে ছিটকে গেলেন তারকা পেসার মোহাম্মদ সিরাজ।
বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘ত্রিনিদাদে সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচে ৩১ ওভারের বেশি বোলিং করা ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজের গোড়ালিতে ব্যথা হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিসিসিআই মেডিকেল টিম তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে।‘
আজ ২৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য নির্বাচকরা সিরাজের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেননি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারত। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা বৃষ্টির জন্য পুরোপুরি ধুয়ে গেল। যার ফলে এক বলও খেলা সম্ভব হয়নি শেষ দিনে। প্রথম টেস্ট জিতে থাকার সুবাদে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া। এবার বার্বাডোজের ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিতে চলেছে।
ভারত স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, ভিরাট কোহলি, সুরিয়া কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শারদুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, জয়দেব উনাদকাট, উমরান মালিক, মুকেশ কুমার।