অ্যাশেজে ‘বার্বি’র আগমন

অ্যাশেজ
Vinkmag ad

বার্বি নাকি ওপেনহাইমার? মুভি পাড়ায় এই দুই সিনেমা খুব চলছে ইদানীং। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব। এবার ক্রিকেট পাড়াতেও এর প্রবেশ বা অনুপ্রবেশ; যাই বলা হোক– তা ঘটল। ঘটা করে তা ঘটল অ্যাশেজের পঞ্চম টেস্ট শুরু হওয়ার আগে, সংবাদ সম্মেলনে।

পঞ্চম টেস্টকে সামনে রেখে বেন স্টোকস এসেছিলেন গণমাধ্যমের সামনে। সাংবাদিকরা প্রশ্ন করছেন। স্টোকস উত্তর দিচ্ছেন। হঠাৎ করে মাইক্রোফোনে বেজে উঠল এক গান। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া একুয়া’র সুপরিচিত সে গান।

‘আই অ্যাম এ বার্বি গার্ল’

স্টোকস প্রথমে একটু আশ্চর্য হলেন। ভাবলেন বোধহয়, কি হচ্ছে! পরবর্তীতে অবশ্য নিজেকে সামলে বুঝে ফেললেন, কোনো ধরনের মজা করা হচ্ছে। সাংবাদিকরা তখন হাসছেন। স্টোকসকে বলা হলো, কেউ একজন এর পিছনে আছেন। স্টোকস তাকালেন, চিনতে পারলেন– আর কেউ নয়। মার্ক উড। মুখে হাসি নিয়ে ডেকে উঠলেন, ‘উডিইইই’, অপরপ্রান্ত থেকে উডও হেসে জবাব দিলেন।

পুরো মুহূর্ত একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি করল। সাংবাদিকরা হাসছিলেন সেসময়। অবশ্য স্টোকস খুব বেশি হাসি-খুশি আছেন কি না, বলা মুশকিল।

আগের টেস্ট ইংল্যান্ড এগিয়ে ছিল। কিন্তু বৃষ্টির কারণে ড্র হয়েছে সে ম্যাচ। ফলে ২-১ এ সিরিজ এখনো এগিয়ে অস্ট্রেলিয়া। পঞ্চম টেস্টে জিতলে সিরিজ জয়ের দেখা পেয়ে যাবে সফরকারী দল।

আজ ওভালে পঞ্চম টেস্টে মুখোমুখি দুই দল।

৯৭ ডেস্ক

Read Previous

তাসকিনের আগুন বোলিংয়ে বুলাওয়ের শ্বাসরুদ্ধকর জয়

Read Next

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে থেকে ছিটকে গেলেন সিরাজ

Total
0
Share