

দ্য ওভালে অ্যাশেজের শেষ টেস্টের জন্য সেরা একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট। আগের টেস্টে খেলা একাদশ থেকে হয়নি কোনো পরিবর্তন। ওভালে শেষ টেস্টে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই নামবে অস্ট্রেলিয়া।
আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কিয়া ওভালে পঞ্চম এবং শেষ অ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ড আগের দিনই একটি অপরিবর্তিত দল ঘোষণা করেছে, অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড দুজনেই তাদের জায়গা ধরে রেখেছেন।
ওল্ড ট্র্যাফোর্ডে ড্র করা চতুর্থ টেস্টের শেষ দিনটি বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল। এর মাঝেই নিশ্চিত হয়ে যায় এবারের অ্যাশেজও জেতা হচ্ছে না ইংলিশদের। তাদের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘সবাই ভালোভাবে টেনে নিয়ে গেছে। সবাই শেষ ম্যাচের জন্য ফিট।‘
অ্যান্ডারসন এই সিরিজে তিনটি টেস্ট ম্যাচ জুড়ে কেবল চার উইকেট নিয়েছেন, অলি রবিনসন এবং জশ টাঙ ভালো করেও দলের বাইরে। আগের ম্যাচের মতোই ইংল্যান্ডের একাদশ নিশ্চিত করেছে মইন আলি ৩ নম্বরে ব্যাট করবে। হ্যারি ব্রুক খেলবেন পাঁচ নম্বর পজিশনে।
ব্রডকে ধরে রাখার অর্থ হল, তিনিই একমাত্র ইংল্যান্ডের পেসার যিনি পাঁচটি অ্যাশেজ টেস্ট খেলবেন। ‘একজন বোলারের জন্য এই সিরিজের প্রতিটি ম্যাচে খেলা সবসময় কঠিন ছি্ কিন্তু সে আমাদের জন্য অবিশ্বাস্য ছিল,’ বলেছেন স্টোকস।
ক্রিস ওকস এবং মার্ক উডকেও ফিট ঘোষণা করা হয়েছে এবং হেডিংলিতে ইংল্যান্ডের জয়ের জন্য দলে আসায় তারা টানা তৃতীয় টেস্ট খেলবেন।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে হারানোর বিকল্প নেই স্বাগতিকদের সামনে।
ইংল্যান্ড একাদশ:
বেন ডাকেট, জ্যাক ক্রলি, মইন আলি, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন।