

শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট চলমান। শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংস লিড-সহ বড় সংগ্রহের পথে আছে পাকিস্তান। এদিন রেকর্ড করে বসেছেন পাকিস্তানি ব্যাটার সৌদ শাকিল। ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের প্রথম ৭ টেস্টের প্রতিটি টেস্টেই ফিফটি করেছেন তিনি।
২৭ বছর বয়সী সৌদ শাকিল আছেন দারুণ ফর্মে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তুলে নিয়েছিলেন ডাবল সেঞ্চুরি। এবার দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৫৭ রান করে ফিরেছেন শাকিল। তবে এই ইনিংসের মাধ্যমে গড়েছেন রেকর্ড।
এর আগে প্রথম ৬ টেস্টে ফিফটি করেছিলেন ভারতের সুনীল গাভাস্কার, পাকিস্তানের সাঈদ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বাচার, নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিপ। তবে কেউ টানা ৭ টেস্টে ফিফটির মুখোমুখি হননি।
এবার সে কর্ম সমাধা করলেন পাকিস্তানের সৌদ শাকিল। টানা ৭ টেস্টে ফিফটি করে। শাকিলের টেস্টের শুরু হয়েছিল গতবছর। ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সেই সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শাকিল ৭৬ রান করেন। একই সিরিজে দ্বিতীয় টেস্টে ৬৩ ও ৯৪ রান করেন। তৃতীয় টেস্ট করাচিতে, সে খেলায় ২৩ ও ৫৩ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।
পরের সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে। দু’টি টেস্ট ম্যাচেই দারুণ ধারাবাহিক ছিলেন শাকিল। চার ইনিংসেই ব্যাট করার সুযোগ পান তিনি। রান করেন যথাক্রমে ২২, ৫৫*, ১২৫*, ৩২।
৫ টি টেস্ট শেষে শ্রীলঙ্কার মাটিতে গল দিয়ে শাকিলের ৬ষ্ঠ টেস্টের যাত্রা শুরু হয়। সেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দেখা পান ডাবল-সেঞ্চুরির। ২০৮ রানে অপরাজিত ইনিংসটি শ্রীলঙ্কার মাটিতে কোনো পাকিস্তানি ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস।
সৌদ শাকিলের এমন ধারাবাহিক পারফরম্যান্স তাঁর র্যাংকিয়ের উন্নতি ঘটিয়েছে। নতুন প্রকাশিত তালিকায় ব্যাটসম্যানদের মধ্যে ১২ ধাপ এগিয়েছে এই পাকিস্তানি ব্যাটার। ফলে শাকিলের বর্তমান অবস্থান এখন ১৫ নম্বরে।
পাকিস্তান তৃতীয় দিন শুরু করে ১৭৮/২, সাথে ১২ রানের লিড সহযোগে। দিনশেষে ৫৬৩/৫ রানের সংগ্রহে, লিড তৈরি হয়েছে ৩৯৭ রানের।