মেন্টর হওয়া নিয়ে অভিপ্রায় তামিমের, মাশরাফির উত্তর সাদামাটা

পেসারদের খেলার নিশ্চয়তা দেওয়ার ফল পেয়েছে বাংলাদেশঃ মাশরাফি
Vinkmag ad

মাশরাফি বিন মর্তুজা আজ কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। এসময় আসন্ন বিশ্বকাপে দলের প্রয়োজনে তাঁর ‘মেন্টর’ হওয়ার প্রসঙ্গ সামনে আসে। যা তামিম ইকবাল কিছুদিন আগে বলেছিলেন। অবশ্য মাশরাফি এ ব্যাপারে জানিয়েছেন, এটা একেবারেই তামিমের অভিপ্রায়। বিষয়টি সাদামাটা হিসেবেই উপস্থাপন করেছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক।

মাশরাফি জানিয়েছেন, তিনি যেমন আছেন ভালো আছেন। অর্থাৎ নিজের বর্তমান অবস্থা নিয়েই তিনি খুশি আছেন। আসন্ন বিশ্বকাপে তামিম ইকবাল চেয়েছেন, মাশরাফিকে ‘মেন্টর’ হিসেবে। এ বিষয়টি অবশ্য অনেকেই ইতিবাচক হিসেবে দেখেছেন। বিসিবি’কে প্রশ্ন করা হলে, বিসিবির ইতিবাচকতার প্রমাণও মিলেছে।

তবে আজ মাশরাফির কাছে প্রথম জানতে চাওয়া হল। ‘মেন্টর’ বিষয়টি নিয়ে তাঁর কি ইচ্ছা বা মতামত।

মাশরাফি জানান, “সেটা ভিন্ন জিনিস। আমার কোনো মাইন্ড সেট-আপ নেই। আমি আগেও বলেছি, আমার এরকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। তো আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব।”

বিষয়টি নিয়ে কথা বলে খুব একটা ‘আনন্দ’ পেয়েছেন মাশরাফি, তা বলা যাচ্ছেনা। গণমাধ্যম থেকে বারবার ‘মেন্টর’ বিষয়ে প্রশ্ন আসে।

সেসময় তিনি যোগ করেন, “মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো… অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। (দলের প্রয়োজন) সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।”

৯৭ প্রতিবেদক

Read Previous

বৃষ্টি টেস্ট ক্রিকেটের বন্ধু নয়

Read Next

উইন্ডিজ সিরিজে সাবেকদের হতাশা শুবমান গিলকে নিয়ে

Total
0
Share