

টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়েছেন মালয়েশিয়ান পেসার সায়াজরুল ইদ্রাস। যা তার এবং দেশের জন্য একটি অবিশ্বাস্য, স্মরণীয় পারফরম্যান্স। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের বিশ্ব রেকর্ড তার নামের পাশে। মাত্র ৮ রান খরচায় তিনি পকেটে নেন ৭ উইকেট। সবক’টি উইকেটই তিনি নিয়েছেন ব্যাটারকে বোল্ড করে।
প্রথম মালয়েশিয়ান টি-টোয়েন্টিতে ৭ উইকেট নিলেন। আর তাতেই প্রতিপক্ষ চীন গুটিয়ে যায় মাত্র ২১ রানে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পেসার ইদ্রাস ৭ উইকেট শিকার করার দিনে মালয়েশিয়া বেইউমাস ওভালে চীনের বিরুদ্ধে আট উইকেটের জয়ের রেকর্ড করেছে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার ‘বি’ এর উদ্বোধনী দিনে ইতিহাস তৈরি করেন মালয়েশিয়ার পেসার সায়াজরুল ইদ্রাস। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সাত উইকেট শিকারের রেকর্ড এখন তার দখলে।
Malaysia’s Syazrul Idrus produced the best bowling figures in Men’s T20I history 🙌
More ➡️ https://t.co/uyVbXc9rfQ pic.twitter.com/6XLqIQGnnh
— ICC (@ICC) July 26, 2023
মোট ১২ জন বোলার এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে ছয় উইকেট শিকার করেছিলেন – যার মধ্যে ভারতের দীপক চাহার এবং যুজবেন্দ্র চাহাল, অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাশটন অ্যাগার এবং শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস – কিন্তু ইদ্রাস পর্যন্ত কখনও সাত উইকেট শিকারের রেকর্ড হয়নি। আশ্চর্যজনকভাবে তিনিই হয়ে গেলেন প্রথম কোনো বোলার, যার ঝুলিতে মাত্র ৮ রান খরচায় ৭ উইকেট। এবং সবক’টি উইকেটই তিনি শিকার করেছেন ব্যাটারের স্টাম্প উড়িয়ে।