

এক বিপিএল আসর মাতিয়ে তাওহীদ হৃদয় এখন বাংলাদেশ জাতীয় দলে্র নিয়মিত মুখ। এবার তার ডাক আসলো শ্রীলঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে। এলপিএলের দল জাফনা কিংস আসন্ন ২০২৩ মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে।
জাফনা কিংস তাওহীদ হৃদয় সহ দুই নতুন বিদেশী খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। হৃদয় সাময়িকভাবে অলরাউন্ডার শোয়েব মালিকের স্থলাভিষিক্ত হবেন। যিনি প্রথম কয়েকটি ম্যাচের পরে দলে যোগ দেবেন।
তাওহীদ হৃদয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার নন্দ্রে বার্গারও জাফনা কিংসে যোগ দেবেন। নান্দ্রে বার্গার জামান খানের স্থলাভিষিক্ত হবেন যাকে মূলত জাফনা কিংসের হয়ে খেলার জন্য বাছাই করা হয়েছিল এবং ব্যক্তিগত কারণে তাকে পাওয়া যাচ্ছে না।
২২ বছর বয়সী স্টাইলিশ ডানহাতি ব্যাটসম্যান হৃদয় ওয়ানডে অভিষেক ম্যাচেই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন। আউট হওয়ার আগে নিজের অভিষেক ম্যাচে ৮৫ বলে ৮ চার ও ২ ছক্কার মারে খেলেছেন ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। ওয়ানডে অভিষেকে কোনও বাংলাদেশির পক্ষে এটি সর্বোচ্চ রানের ইনিংস। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই ম্যান অফ দ্য ম্যাচের স্বীকৃতি পেয়েছেন তিনি।
৯ মার্চ ২০২৩-এ ইংল্যান্ডের বিরুদ্ধে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করেছে। বাংলাদেশের হয়ে ২০ ওভারের ক্রিকেটে খেলা ৭ ইনিংসে তিনি ১৩৫.৬৫ স্ট্রাইক রেট বজায় রেখেছেন।