

হারমানপ্রীতকে নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। বাংলাদেশের ক্রিকেট-প্রেমী জনগণ বা বিশ্লেষকরা তো বটেই, দেশের বাইরে; ভারতীয়রা তাঁর আচরণে ‘সম্মান’ খুইয়ে কিছুটা লজ্জিত। সেই জায়গা থেকে নানা সমালোচনা তাঁরাও করছেন। এবার যুক্ত হলেন ভারতের সাবেক নারী অধিনায়ক ডায়না এডুলজি। আজ মঙ্গলবার আইসিসি করের শাস্তির ব্যাপারেও সিদ্ধান্ত জানিয়েছে।
বাংলাদেশ-ভারত নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে অনুষ্ঠিত এই সিরিজে বিসিবি কোনো অফিশিয়াল স্পনসর যোগাড় করতে পারেনি। ব্যর্থতার জায়গা কিছুটা সেখানে থাকে। লোকেরা মাঠে গিয়ে খেলা দেখেছে বিনা পয়সায়। মিরপুরের আশ-পাশের দর্শকেরা আনন্দ নিয়েই অন্তত বিকেলবেলা দেখে এসেছেন ম্যাচ। স্কুল-কলেজের কিছু ছেলে-মেয়েদেরও দেখা যেত।
বাংলাদেশের নারীরা খেলেছেন দারুণ। এক ম্যাচ জিতেছে, হেরেছে পরের ম্যাচ। তিন নম্বর ম্যাচ নানা নাটকীয়তায় টাই হল। শুধু ম্যাচের ঘটনা নানাদিকে মোড় নিলেও, ম্যাচের বাইরের ঘটনাও কম মোড় নেয়নি।
হারমানপ্রীত কর, ভারতীয় অধিনায়ক। একাই জন্ম দিয়েছেন নানা ঘটনার। খেলা চলাকালীন ব্যাট দিয়ে স্টাম্প ভাঙা, ম্যাচ-পরবর্তী প্রেজেন্টেশন সময়কালে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা– এই অধিনায়ককে আরো বেশি আলোচনায় নিয়ে এসেছে। সিরিজ শেষে, সিরিজের সৌন্দর্য ও বিশ্লেষণ– এসব বাদ রেখে হারমানপ্রীতের আলোচনা থামানোই কঠিন হয়ে গেছে।
এবার মুখ খুললেন ভারতের সাবেক নারী অধিনায়ক। যাকে কিংবদন্তিতুল্য হিসেবে দেখা হয়। ডায়না এডুলজি। তিনি মনে করছেন, ‘কুৎসিত’ আচরণ করেছেন হারমানপ্রীত। সীমা ছাড়ানোর কথাও তাঁর কলামে তিনি লিখেছেন।
‘ম্যাচ শেষ হওয়ার পর হারমানপ্রীত বাংলাদেশ দলের সঙ্গে ছবি তোলার জন্য আম্পারদেরও ডাকছে। ইঙ্গিত করছে যে, আম্পায়াররা বাংলাদেশ দলের অংশ ছিল– বাংলাদেশের হয়ে খেলেছে। এটা তো খুবই আপত্তিকর। আমি বেশ আগে থেকে ক্রিকেট দেখি, কিন্তু ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত যে আচরণ করেছে, সেটা কখনো কাউকে করতে দেখিনি। বাংলাদেশে যা হয়েছে, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত।’ – বলেন ভারতের সাবেক অধিনায়ক।
হারমানপ্রীত কর এবার শাস্তির আওতায়। ‘কোড অব কনডাক্ট’ ভাঙার দায়ে আইসিসি থেকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। ম্যাচ ফি’র ৫০ ও ২৫, মোট ৭৫ শতাংশ জরিমানা হয়েছে এই ভারতীয় অধিনায়কের। লেভেল ওয়ান ও লেভেল টু ধারার অপরাধে শাস্তি পেয়েছেন তিনি। শাস্তি মেনে নেওয়াতে, কোন শুনানির প্রয়োজন পড়েনি।
সেপ্টেম্বরে আসন্ন এশিয়ান গেমসে নারী দলের হয়ে হারমানপ্রীত কর টুর্নামেন্ট শুরু করতে পারছেননা বলে এখন পর্যন্ত জানা গেছে।