

সম্প্রতি প্রকাশ পেয়েছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রমো। এ বছরের অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় মেগা ইভেন্ট। প্রমো নিয়ে অবশ্য কিছু আলোচনা-সমালোচনা হয়েছে। বরাবরই তা হয়ে থাকে। তবে পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাট, পাশাপাশি সাবেক পেসার শোয়েব আখতার কিছু আলোচনা বা সমালোচনা তুলেছেন। যা মূলত, প্রমোতে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের উপস্থিতি না থাকা নিয়ে।
ভারতে অনুষ্ঠিত হবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। বাদ্য-বাজনা বাজছে। নানা ধরনের পয়গাম শুরু হয়েছে। ভারত নিজেদের মাঠ, স্টেডিয়াম ঠিকঠাক করছে। অন্যদিকেম সামাজিক মাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা। এ ধরনের ইভেন্টগুলোতে বিভিন্ন প্রমো বা বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে। ভারতে বিশ্বকাপ হওয়াতে ভারতীয় অভিনেতা শাহরুখ খানের উপস্থিতি রেখে আইসিসি একটি প্রমো প্রকাশ করেছেন সম্প্রতি।
History will be written and dreams will be realised at the ICC Men’s Cricket World Cup 2023 🏆
All it takes is just one day ✨ pic.twitter.com/G5J0Fyzw0Z
— ICC (@ICC) July 20, 2023
সে প্রমো নিয়ে অবশ্য নানা ধরনের আলোচনা ইতিমধ্যে হয়েছে। এখনো হয়েই যাচ্ছে। অবশ্য আলোচনার জায়গা না রাখলে, আলোচনা থাকত না। জায়গা আছে বলেই আলোচনা আছে। পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাট যেমন সমালোচনা করেছেন। মূলত পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দেখা যায়নি সেই প্রমোতে। তা নিয়েই নিজের মন্তব্য জানিয়েছেন তিনি।
‘এটা খুব বড় ব্যাপার নয়। বাবর প্রমোতে থাকার জন্য মরে যাচ্ছে না। তাঁর ভক্তরা এ ব্যাপারে খুশি না, এবং তাঁদের রাগটা বেশ ন্যায়সঙ্গত। এটা দেখতে একেবারে পক্ষপাত দুষ্ট। তারা ভুলে যায়নি। এই ব্যাপারটা লম্বা সময় থেকে হয়ে আসছে। এটা এমন জিনিস না, ভুলে যাওয়ার মতো। প্রমোটা তো কোনো বাচ্চা তৈরি করেনি, যে ভুলে যাবে। এটা সেসব লোকদের চিন্তাভাবনার প্রকাশ, যারা এটা তৈরি করেছে। যদি বিশ্বের এক নম্বর (ব্যাটার বাবর আজম) কেউ ওয়ার্ল্ড কাপের বিজ্ঞাপন থেকে বাদ পড়ে, এটা আপনার মনের অবস্থা সম্পর্কেই বলে।’
– বলেন সালমান বাট
পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারও এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন দিন তিনেক আগে। তিনি তাঁর এক টুইট-বার্তায় জানান, ‘যারা ভাবছে, ওয়ার্ল্ড কাপের প্রমো পাকিস্তান ও বাবর আজমের গুরুত্বপূর্ণ উপস্থিতি ছাড়াই তৈরি করা সম্ভব, তারা নিজেদের ‘জোক’ হিসেবে উপস্থাপন করছে। কাম’ অন গাই’জ, সময় এসেছে একটু বড় হওয়ার।’
ভারত-পাকিস্তান দ্বৈরথ বহু আগে থেকে। রাজনৈতিক জায়গা থেকে তা ক্রিকেটে ছড়িয়েছে, সেও বেশ আগের কথা। ভারতের বিশ্বকাপ হওয়ায় পাকিস্তানের সেখানে অংশগ্রহণ নিয়েও আছে নানা শঙ্কা ও প্রশ্ন। এমতাবস্থায় বিশ্বকাপের প্রমোতে বাবর আজমের অনুপস্থিতি এবং খুব সামান্য ‘পাকিস্তান উপস্থিতি’, আইসিসি’র বিপক্ষে সমালোচনা করার সুযোগ তৈরি করে দিয়েছে।