

শ্রীলঙ্কার হাম্বানটোটা আফগানিস্তান-পাকিস্তান সিরিজের জন্য ব্যবহৃত হতে যাচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে আফগানিস্তান। আফগানিস্তান এই সিরিজে স্বাগতিক হিসেবে থাকছে। তবে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, আসন্ন এশিয়া কাপ শুরুর আগেই পাকিস্তান-আফগানিস্তান এই সিরিজ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপে অন্যতম স্বাগতিক দেশ। অন্য দেশ পাকিস্তান। এশিয়া কাপ মাথায় রেখে আগস্টের তৃতীয় সপ্তাহে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখনো অফিশিয়াল কোন সূচি প্রকাশ পায় নি। তবে সিরিজ হওয়ার ব্যাপারে যথেষ্ট আলোচনা চলমান।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা এক প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন, তাঁরা আফগানিস্তান বোর্ডের সাথে উক্ত সিরিজের ব্যাপারে কথা বলছেন।
“আমরা তাঁদের (আফগান বোর্ড) সাথে আলোচনা করছি। তাঁরা খুবই আগ্রহী এবং আমি মনে করি, এটা হয়ে যাবে। আমরা এশিয়ার দেশ ও অন্য দেশগুলোকে সাহায্য করতে পেরে খুশি।“
সম্প্রতি পাকিস্তান দল শ্রীলঙ্কায় অবস্থান করছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে শেষ টেস্ট খেলছে দল দু’টি। ১-০ তে সিরিজে এগিয়ে আছে বাবর আজমের দল। গল টেস্টে ৪ উইকেটে জিতেছে স্বাগতিকদের বিরুদ্ধে। এশিয়া কাপের একটা অংশ শ্রীলঙ্কায়, বাকি অংশ পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা শুরু হবে আগস্টের ৩০ তারিখ থেকে।
এই সমস্তকিছুর মাঝে, আফগানিস্তান-পাকিস্তান সিরিজের কথা শোনা গেল। সম্ভবত দুই বোর্ড চাচ্ছে একটা প্রস্তুতি সারতে। এশিয়া কাপের জন্য তো বটেই। সামনে আছে ক্রিকেট বিশ্বকাপ। তাই শ্রীলঙ্কা বোর্ডের সাথে আঁতাত করে, আফগানিস্তান স্বাগতিকের দায়িত্ব পালন করতে যাচ্ছে। পাশাপাশি ম্যাচগুলো দেওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কার হাম্বানটোটায়।
এ বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আফগানিস্তান। সেখানে আফগানরা ২-১ এ সিরিজ জিতে নিয়েছিল। সব ঠিক থাকলে আগস্টে ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।