

সপ্তাহের প্রতি মঙ্গলবার আইসিসি নারী ক্রিকেটারদের র্যাংকিং হালনাগাদ করে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। আজ (২৫ জুলাই) হালনাগাদকৃত র্যাংকিংয়ে ইতিহাস তৈরি করেছেন ফারজানা হক পিংকি ও নাহিদা আক্তার।
বাংলাদেশ-ভারত নারী দলের ওয়ানডে সিরিজে পারফর্ম করে পুরস্কার পেয়েছেন ফারজানা, নাহিদা।
৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় ১৯ নম্বরে উঠে এসেছেন ফারজানা। ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা নারী ব্যাটার ফারজানাই প্রথম যিনি কিনা লাল সবুজের প্রতিনিধি হয়ে সেরা ২০ এ জায়গা করে নিয়েছেন। এর আগে সেরা অবস্থান ছিল রুমানা আহমেদের, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তিনি উঠে এসেছিলেন ২৫ নম্বরে।
বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার বোলারদের তালিকায় উঠে এসেছেন ১৯ নম্বরে। এটিও বাংলাদেশের নারী বোলারের জন্য সেরা অবস্থান। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ২০ নম্বরে উঠে এসেছিলেন সালমা খাতুন।
ইংল্যান্ড নারী দলের অলরাউন্ডার নাটালি শিভার-ব্রান্ট নারী ব্যাটারদের শীর্ষস্থান নিজের করে নিয়েছেন।
উন্নতি হয়েছে ভারতের হারলিন দেওল, জেমিমা রড্রিগুয়েজ, দিপ্তী শর্মা, স্নেহ রানাদের। ৩২ ধাপ এগিয়ে ৫১ নম্বরে আছেন ব্যাটার হারলিন, জেমিমা ৪১ ধাপ এগিয়ে আছেন ৫৫ নম্বরে। বোলারদের মধ্যে সেরা দশে আছেন দিপ্তী, স্নেহ রানা ৩ ধাপ এগিয়ে আছেন ৩৮ নম্বরে।