

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের ক্ষোভ প্রকাশ অস্ট্রেলিয়ান এয়ারলাইন্স নিয়ে। ‘ভার্জিন অস্ট্রেলিয়া’ এয়ারলাইন্স এর কাছে অদ্ভুত বিড়ম্বনায় পড়ে রীতিমতো হতাশ হাথুরু। যা তাকে দিয়েছে সবচেয়ে খারাপ এক অভিজ্ঞতা। একদিন পর বিমানে বসতে পারলেও টাইগারদের হেড কোচ হারিয়ে ফেলেছেন ব্যাগ।
বাংলাদেশ দলের আপাতত কোনো অ্যাসাইনমেন্ট না থাকায় ছুটি কাটাতে অস্ট্রেলিয়া যান হাথুরুসিংহে। অজি অঞ্চল ছাড়ার আগে ফ্লাইটের টেকঅফ-ডিপার্চার ধাপে এসে হাথুরু শুনতে পান তার এই ফ্লাইট বাতিল। সেদিন তো আর ফ্লাইটই পাননি, বিমানে বসেন অবশ্য পরেরদিন। কিন্তু হাথুরুর হতাশা এখান পর্যন্ত থেমে গেলেও হতো।
কিন্তু তার সামনে আরও এক অনাকাঙ্খিত ঘটনা। এবার তিনি হারিয়ে ফেললেন এক ব্যাগ। শেষপর্যন্ত সেই হারানো ব্যাগ ছাড়াই তাকে অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কায় ফিরতে হয়।
এক টুইট বার্তায় চান্ডিকা হাথুরুসিংহে লিখেন,
‘ভার্জিন অস্ট্রেলিয়া এর সাথে আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে, টেক অফের কয়েক ঘন্টা আগে ফ্লাইট বাতিল করে, একই দিনে বিকল্প ফ্লাইটও তারা অফার করেনি, অবশেষে পরের দিন ফ্লাইটে উঠলাম তারপরও দেরি হয়ে গেল, এবং ব্যাগও হারিয়ে ফেললাম…🤦।’
I had the worst experience with #virginaustralia, cancelled the flights a few hours before take-off, didn’t offer an alternative flight the same day, finally got on to the flight the next day then it was delayed, and ended up lost bag too…🤦🏽♂️
— Chandika Hathu (@CHathurusinghe) July 24, 2023
এশিয়া ও বিশ্বকাপের জন্য আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। প্রাথমিকভাবে ডাকা হবে ২৫ থেকে ২৮ ক্রিকেটারকে।