ওল্ড ট্রাফোর্ডে ড্র: অজিরা পাচ্ছে জেল-মুক্তির আনন্দ

কামিন্স
Vinkmag ad

বৃষ্টির কাছে অস্ট্রেলিয়ানদের ঋণ শেষ হচ্ছে না। বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন খেলোয়াড়েরা। কেউ প্রকাশ্যে, আবার কেউ মনে মনেই। চতুর্থ টেস্টে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে অনেকটা উদ্ধার করে দিয়েছে ওল্ড ট্রাফোর্ডের মুষলধারার বৃষ্টি।

অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন যেমন স্বীকার করলেন, বৃষ্টি তাঁদের উপকারেই এসেছে। পাশাপাশি জানালেন, ইংল্যান্ড এমনভাবে এই টেস্ট নিজেদের করে পেতে চেয়েছে যে, বৃষ্টিতে ড্র হওয়ার ফলে, ‘জেল-মুক্তি’– এর মতো নির্ভার লাগছে তাঁদের। নির্ভার লাগছে অবশ্য প্রতিটা ক্রিকেট-প্রেমী অস্ট্রেলিয়ানদেরও।

ক্যামেরুন গ্রিন বলেন,

‘এটা অস্বীকার করার কোন মানে নেই। যখন আমরা খেলার পিছনে ছিলাম, এবং আপনি জানেননা যে কি ঘটতে চলেছে। ক্রিকেট একটি মজার খেলা। কিন্তু হ্যাঁ, ইংল্যান্ড আধিপত্য দেখিয়েছে। আমরা অবশ্যই জেল থেকে বের হয়ে এসেছি।’

অস্ট্রেলিয়া চার বছর আগে ২-১ সিরিজ রেখে ওভালে গিয়ে শেষ ম্যাচটি হেরে যায়। ফলে সেবার ইংল্যান্ডের জয়ে সিরিজ ২-২ সমতায় শেষ হয়। অজিদের আর জেতা হয়ে ওঠে না। এবার অবশ্য পরিস্থিতি কিছুটা ভিন্ন। বৃষ্টির একটা বড় সহযোগিতা সফরকারীরা পেয়েছে।

২৪ বছর বয়সী এই অজি অলরাউন্ডার আরো বলেন, ‘আমরা আমাদের সেরা খেলাটা খেলিনি। বৃষ্টি-ঈশ্বর গত দুইদিন আমাদের পক্ষে ছিলেন। আপনি শুধু এটা নেন এবং পরের খেলায় যান।’

পরের টেস্ট ওভালে। আগামী ২৭ জুলাই। গ্রিনের দলে না থাকা নিয়েও কিছুটা আলোচনা শোনা যাচ্ছে। মিচেল মার্শের ভালো ফর্ম, পাশাপাশি অস্ট্রেলিয়া যদি টড মার্ফি-কে খেলাতে চায়, স্পিনার ব্যবহার করার জন্য, তবে গ্রিনকে দলের বাইরে থাকতে হতে পারে। তবে নিশ্চিত কিছু নয়।

দীর্ঘ ২২ বছর পর ইংল্যান্ডে সিরিজ জেতার সুযোগ এসেছে অস্ট্রেলিয়ার জন্য। তা জিততে যেকোনো ধরনের সিদ্ধান্ত এবং কার্যকরী সিদ্ধান্তগুলো নিতে চাইবে দলটি। আপাতত অপেক্ষা পঞ্চম টেস্ট মাঠে গড়ানোর।

৯৭ ডেস্ক

Read Previous

ভারতীয় ক্রিকেটের নাম খারাপ করা হারমানপ্রীতের শক্ত শাস্তি চান মদন লাল

Read Next

ভার্জিন অস্ট্রেলিয়ার বিমানে হাথুরুসিংহের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা

Total
0
Share