

বাংলাদেশ-ভারত নারী দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ নিয়ে ঘটে গেছে নানা ঘটনা। সেই রেশ এখনো কাটছে না। ভারতীয় দলের অধিনায়ক হারমানপ্রীত কর খেলা চলাকালীন ও খেলা পরবর্তী সময়ে নানারকম ঘটনার জন্ম দিয়েছেন। সেসব নিয়ে সমালোচিত হয়েছেন কৌর নিজে, পাশাপাশি ভারতীয় ক্রিকেট। সম্প্রতি করের ঘটনার জের ধরে মন্তব্য রেখেছেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল।
গত ২২ জুলাই তৃতীয় ওয়ানডে চলছিল মিরপুরে। ২২৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছিল ভারত। মাঠে থাকা ভারতীয় দলের অধিনায়ক হারমানপ্রীত কর খেলার এক পর্যায়ে লেগ বিফোরের শিকার হন। আম্পায়ার সিদ্ধান্ত হিসেবে আউট দিলে, কৌর যথেষ্ট প্রতিক্রিয়া দেখান। হাতে থাকা ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন। ম্যাচটি টাই হওয়ার পর, ম্যাচ শেষেও এই ভারতীয় অধিনায়ক নিজেকে সংযত রাখতে পারেননি।
ম্যাচ শেষে হওয়া প্রেজেন্টেশনে কথা বলতে এসে, ম্যাচের আম্পায়ারিং নিয়ে বেশ কটু কথা বলেন তিনি। পরেরবার বাংলাদেশে আসলে আম্পায়ার নিয়ে ‘ডিল’ করবেন– এমন অসংলগ্ন কথাবার্তাও বলেন। এমনকি পুরস্কার বিতরণ পরবর্তী ফটোসেশন পর্বে, বাংলাদেশ দলকে নিয়ে মন্তব্য করেন হারমানপ্রীত। যার ফলে, বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তাঁর খেলোয়াড় নিয়ে সেখান থেকে চলে আসেন।
এত এত ঘটনার জন্ম দিয়েছেন ভারতের এই ৩৪ বছর বয়সী অধিনায়ক, যা খুব অল্প সময়ে। এ নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল শর্মা।
তিনি তাঁর এক টুইট বার্তায় বলেন,
“বাংলাদেশ নারী দলের সাথে হারমানপ্রীতের ব্যবহার খুবই হতাশাজনক। সে তো খেলার চেয়ে বড় কেউ নয়। সে ভারতীয় ক্রিকেটের জন্য খুবই খারাপ নাম যুক্ত করল। বিসিসিআই এর উচিত এ ব্যাপারে বেশ শক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।”
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা হারমানপ্রীতের ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করলেও, নিজের অসন্তোষ জানিয়েছেন। পুরো বিষয়টি নিগার দক্ষতার সাথেই আলোকপাত করেছেন।
“এটা তো পুরোপুরি তাঁর (হারমানপ্রীত) সমস্যা। আমার তো এখানে কিছু বলার নেই। একজন খেলোয়াড় হিসেবে, সে আরো ভালো ব্যবহার দেখাতে পারত। আমি বলতে পারব না কি ঘটেছিল, কিন্তু এটা আসলে সেখানে থাকার মতো (ফটোসেশন পর্ব) মনে করিনি আমরা, সাথে আমাদের দল। এটা সঠিক পরিবেশ ছিল না। এ কারণে আমরা চলে আসি। ক্রিকেট খেলার সাথে তো শৃঙ্খলা ও সম্মান জড়িত।” বলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।