তাসকিনের সামনে শ্রীলঙ্কান লিগ মাতানোর সুযোগ

তাসকিন ৪
Vinkmag ad

তাসকিন আহমেদের জন্য এবার ডাক এলো শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ থেকে। এলপিএল ফ্র‍্যাঞ্চাইজি ডাম্বুলা অরা তাসকিনকে দলে পেতেমরিয়া। তাসকিন বিসিবি জানালেন তার এমন প্রস্তাবের কথা।

বর্তমানে তাসকিন আছেন জিম্বাবুয়েতে। জিমআফ্রো টিটেন লিগে বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন তাসকিন। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীর শীর্ষে তাসকিনের নাম। এর মধ্যেই তাসকিন পেলেন আরও এক সুখবর।

আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে তাসকিনের খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পাওয়ার উপর। তাসকিনকে বোর্ডএনওসি দিলেই প্রথমবারের মতো যাবেন শ্রীলঙ্কার ফ্র‍্যাঞ্চাইজি লিগ মাতাতে।

এবারের এলপিএল টুর্নামেন্ট আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে। সময় বাংলাদেশ দলের পূর্বনির্ধারিত কোনো সূচিনেই। তবে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে এশিয়া কাপের আগে বিশেষ ক্যাম্প চলবে।

তাসকিনকে লঙ্কান লিগে খেলতে দেয়া হবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তাসকিন এরমধ্যে আনুষ্ঠানিকভাবেজানালেন। এবার বাকি সিদ্ধান্ত বোর্ডের।

৯৭ ডেস্ক

Read Previous

পোর্ট অব স্পেনে জয়ের অপেক্ষায় দুই দল

Read Next

ভারতীয় ক্রিকেটের নাম খারাপ করা হারমানপ্রীতের শক্ত শাস্তি চান মদন লাল

Total
0
Share