পোর্ট অব স্পেনে জয়ের অপেক্ষায় দুই দল

ভারত
Vinkmag ad

৩৬৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের জন্য৷ প্রথম ইনিংসের ব্যাটিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। পরবর্তীতে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে বড় লক্ষ্য ছুড়ে দেয়। সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে ২ উইকেট হারিয়ে ৭৬ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ দল।

বৃষ্টি বিঘ্নিত ছিল চতুর্থ দিন। সেখানে রোহিত শর্মা ও ইশান কিষান দুজনেই অর্ধশতক পূরণ করেন দ্বিতীয় ইনিংসে এসে। রোহিত ৩৫ বলে পঞ্চাশ করলে, এটি তাঁর ক্যারিয়ারের দ্রুততম পঞ্চাশ হিসেবে সাব্যস্ত হয়। অন্যদিকে ইশান কিষান আরো এক ধাপ এগিয়ে ৩৩ বলে নিজের অর্ধ শতক তুলে নিয়েছেন।

শুরুতে ইয়াশভি জাইসাওয়াল যখন ডাউন দ্য উইকেটে এসে কেমার রোচের প্রথম ওভারে ছয় হাঁকালেন, তখনই বোঝা যাচ্ছিল ভারতীয় দল কি ভাবছে। রোহিতও পাল্লা দিয়ে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন।

রোহিত ক্যাচ মিসে জীবন পেয়েছেন দুইবার। প্রথমবার শ্যানন গ্যাব্রিয়েলের হাতে ২৫ রানে। দ্বিতীয়বার কার্ক ম্যাকেঞ্জির হাতে ২৯ রানে। সহজ ক্যাচ লুফে নিতে পারেননি তাঁরা। কিছুদিন আগে ওয়ার্ল্ডকাপ কোয়ালিফাইং ম্যাচেও উইন্ডিজ ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া দেখা গেছে। কোচ ড্যারেন স্যামিও করেছিলেন বেশ সমালোচনা।

ভারতের প্রথম উইকেট অধিনায়ক রোহিতের। ৪৪ বলে ৫৭ করে গ্যাব্রিয়েলের বলে ফাইন লেগে আলজারি জোসেফের হাতে ধরা পড়েন। ১৩ তম ওভার চলাকালে ভারতীয় দল দলীয় রান শতক ছাড়ায়।

জোমেল ওয়ারিকানের বল স্লগ সুইপ করতে গিয়ে জাইসাওয়াল ফেরেন ৩৮ (৩০) রানে। এরপর শুবমান গিলের সাথে ৭৯ (৬৮) রানের জুটি গড়েন ইশান কিষান। ফলে ভারত নিজেদের লিড ৩৬৪ রানে নিয়ে যায়। আর ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করার।

ক্রেইগ ব্রাথওয়েট ও তেজনারায়ণ চন্দরপল ওপেনিং জুটিতে ৩৮ (১০৯) রান যোগ করেন। অধিনায়ক প্রথমে ফেরেন রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়ে। ছিলেন চন্দরপল। পরের উইকেট কার্ক ম্যাকেঞ্জির। এই অভিষিক্ত ব্যাটারের উইকেটও তুলে নেন অশ্বিন। দিনশেষে চন্দরপলের সাথে জার্মেইন ব্ল্যাকউড ৩২ রানের জুটি গড়ে ক্রিজে আছেন।

এর আগে দিনের শুরুতে মোহাম্মদ সিরাজের অগ্নি বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ খুব দ্রুতই সব উইকেট হারিয়ে বসে। দিন শুরুর আগে ৫ উইকেট হারিয়ে ২২৯ ছিল উইন্ডিজদের স্কোর। চতুর্থ দিনের প্রথম আঘাত আসে অভিষিক্ত মুকেশ কুমারের ডেলিভারি থেকে। এর পরের ৪ টি উইকেট তুলে নেন সিরাজ। ফলে মাত্র ২৫৫ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। মোহাম্মদ সিরাজ অর্জন করেন ক্যারিয়ার সেরা ৫/৬০ বোলিং ফিগার।

পঞ্চম দিনে উইন্ডিজদের জিততে প্রয়োজন হবে ২৮৯ রান। হাতে ৮ উইকেট।

৯৭ ডেস্ক

Read Previous

বৃষ্টিতে অ্যাশেজ জেতার আশা শেষ ইংল্যান্ডের

Read Next

তাসকিনের সামনে শ্রীলঙ্কান লিগ মাতানোর সুযোগ

Total
0
Share