বিশ্বকাপে মাশরাফি মেন্টর; ‘এখন বলার কোনো সুযোগ নেই’

নাজমুল হাসান পাপন নাদেল জালাল ইউনুস
Vinkmag ad

তামিম ইকবালের অবসর কাণ্ড যেদিন প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত গড়ায়, সেখান থেকেই নতুন আলোচনায় মাশরাফি বিন মর্তুজা। অবসর ভেঙে ফেরার সময় অধিনায়ক তামিমের চাওয়া ছিল বিশ্বকাপে মাশরাফি যেন বাংলাদেশ দলের ‘মেন্টর’ থাকেন। প্রধানমন্ত্রীও তখন বললেন, ‘অবশ্যই’। এবার বিসিবি সভাপতির কাছে জানতে চাওয়া মাশরাফির কি অবস্থা, তাকে মেন্টর বানিয়ে দলের সাথে পাঠানো নিয়ে বোর্ডের ভাবনা?

 বাংলাদেশ নারী দলের উজ্জ্বল পারফরম্যান্স দেখে নাজমুল হাসান পাপন আজ ক্রিকেটারদের বোনাস দিলেন প্রায় ৩৫ লাখ টাকা। নারী ক্রিকেটের গণজোয়ারের মাঝে পুরুষদের গল্পও স্বাভাবিকভাবে উঠে আসছে, কারণ সামনেই যে দুই মেগা ইভেন্ট খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ।

গত ৭ই জুলাই প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের ঘোষণা প্রত্যাহার করেন তামিম। সেদিনই প্রকাশ্যে আসে তামিম কি আবদার করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য। তাকে মেন্টর বানিয়ে বিশ্বকাপ দলের সঙ্গে পাঠানো নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয় সেদিন কি কথা হয়েছিল গণভবনে।

বোর্ড প্রেসিডেন্ট পাপন এখনই কিছু বলছেন না এই ইস্যুতে। গণভবনের আলাপ বাইরে বলতে চান না তিনি,

‘এগুলো আসলে এখন (বিশ্বকাপে মেন্টর) বলার কোনো সুযোগ নেই। সেখানেই (গণভবনে) যেই আলাপ হয়েছে সেই আলাপটা সেখানেই থাক। আমার মনে হয় এটা নিয়ে বাইরে আলোচনা করার কোনো প্রশ্নই ওঠে না।’

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য যা বলেছেন, তাতে এখনই নিশ্চিত কিছু না মাশরাফির মেন্টর হওয়ার ইস্যুতে।

৯৭ প্রতিবেদক

Read Previous

ভিরাট কোহলি: বিশ্বজোড়া যার ভালোবাসা

Read Next

ভারতকে উড়িয়ে এশিয়ার চ্যাম্পিয়ন পাকিস্তান শাহীন’স

Total
0
Share