ভিরাট কোহলি: বিশ্বজোড়া যার ভালোবাসা

কোহলি
Vinkmag ad

ভিরাট কোহলি তাঁর নিজের বিস্তৃতি বহুদূর পর্যন্ত নিয়ে গেছেন। তা শুধু দেশের বাইরে যে-সব জনপ্রিয়তা রয়েছে, তা দেখে নয়। এর ভেতরে আরো কিছুদূর গেলে, অনেক বিষয়ই চোখে পড়বে। যেমন একজন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার, তাঁর মা যদি কোহলির খেলা নিজ চোখে দেখার ইচ্ছা পোষণ করেন- তা আসলে কিছুটা অন্যরকম মনেহয় বৈকি। উইন্ডিজ উইকেটরক্ষক জশুয়া ডা সিলভা, যার মা চেয়েছেন কোহলির খেলা দেখতে। পরবর্তীতে এই ভারতীয় ক্রিকেটারের সাথে হয়েছে সাক্ষাতও।

পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ উইকেটরক্ষক জশুয়া ডা সিলভা’র কিছু কথা স্টাম্প মাইক থেকে শোনা যায়। যেখানে তিনি বলছিলেন,

“আমার মা আমাকে জানাল, সে ভিরাট কোহলির খেলা দেখতে আসছে। আমি বিশ্বাস করিনি।“

এখানে আসলে অনেকটাই কোহলির জনপ্রিয়তা বা শুধু ‘প্রিয়’ হওয়ার কথাও যদি বলা যায়- তা লক্ষ করা যায়। একজন মা, উইন্ডিজ খেলোয়াড়ের মা। তিনি পথ পাড়ি দিয়ে আসছেন কোহলির খেলা দেখতে, ব্যাপারটা একটু ভাবনাও এনে দেয়। একরকম ভালো লাগা। কোহলি নিজে হয়তো এসব ঘটনাগুলো ভাবেন মনে মনে।

গত শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে কোহলির ৫০০ তম ম্যাচে সেঞ্চুরির দিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জশুয়ার মা। দেখেছেন কোহলির খেলা। শুধু তো দেখেননি। কোহলির এমন গুরুত্বপূর্ণ দিনে উপস্থিত থেকে, একদম সেঞ্চুরি দেখেও গেলেন।

পরবর্তীতে কোহলির সাথে দেখা হয় ভদ্রমহিলার। জড়িয়ে ধরেন কোহলিকে আপন ছেলের মতো। তৈরি হয় আবেগঘন মুহূর্ত।

“আমি জশুয়াকে বলেছি, আমি কোহলিকে দেখতে এসেছি, তাঁকে নয়। কারণ আমি তাঁকে প্রতিদিন দেখি। এটা ছিল প্রথমবার, আমার ভিরাট কোহলির সাথে দেখা হলো। সে তো চমৎকার, মনোরম একজন মানুষ। কোহলি আমাদের সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা সম্মানের যে, তাঁর সাথে দেখা হলো। পাশাপাশি আমার ছেলেও তাঁর সাথে এক মাঠে খেলছে।”

বলেন জশুয়া ডি সিলভা’র মা।

ভিরাট কোহলি নিজের খারাপ সময়গুলোতে বা ক্যারিয়ার শেষে হয়তো এসব দিনের কথাই ভাবেন বা ভাববেন। কোন দূর দেশে কার ভালোবাসা কীভাবে পেয়েছেন! নিজেকে ছড়িয়ে দিতে পেরেছেন বিশ্বজোড়া। এ তো আসলে খুব সাধারণ কাজ নয়।

৯৭ ডেস্ক

Read Previous

৩৫ লাখ টাকা পুরস্কার নারী দলের

Read Next

বিশ্বকাপে মাশরাফি মেন্টর; ‘এখন বলার কোনো সুযোগ নেই’

Total
0
Share